Wednesday, November 12, 2025

নিষেধাজ্ঞা উঠতেই কমিশনের নাম নিয়ে বিতর্কিত মন্তব্য রাহুলের

Date:

কেন্দ্রীয় বাহিনী ওপর হামলা হলেই গুলি চলবে। কমিশনের প্রতিনিধি আমার কথাই বলছেন। নিষেধাজ্ঞা উঠতেই ফের হুঙ্কার দিলেন বিজেপি ( bjp) প্রার্থী রাহুল সিনহার(rahul sinha) । তিনি বলেছেন, ‘বিবেক দুবে বলে দিয়েছেন, বাহিনীর ওপর হামলা হলে গুলি চলবে। অর্থাৎ, আমার কথাই বলছেন বিবেক দুবে।  বাহিনীর ওপর হামলা হলে গুলি চালানোই উচিত’।

তৃণমূল (tmc) নেতা তথা প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, নির্বাচন কমিশন  নিষেধাজ্ঞা জারি করার পরও কোথাও তিনি গরু নিয়ে চাষবাস করেছেন, কোথায় দোকানে দোকানে গিয়ে ভোট চেয়েছেন রাহুল সিনহা। এই বিষয়ে কমিশনকে জানিয়েছি। উত্তেজনা ছড়াতেই এই ধরণের কথা বলছেন বিজেপি প্রার্থী। এভাবে তিনি নির্বাচন কমিশনকেই কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন।
উল্লেখ্য, শীতলকুচির ঘটনায় মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা রাহুল সিনহার ভোটের প্রচারে গত মঙ্গলবার  ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা  জারি করেছিল নির্বাচন কমিশন।গত মঙ্গলবার ১২ টা থেকে আজ বৃহস্পতিবার বেলা ১২ টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল। কেন্দ্রীয় বাহিনীকে উস্কানি ও প্ররোচণামূলক মন্তব্যের কারণেই রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন।সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরই বিজেপির এক প্রচার সভায় ভাষণ দিতে গিয়ে ফের হুঙ্কার দেন রাহুল সিনহা।
শীতলকুচিতে গত শনিবার রাজ্য বিধানসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোট চলাকালে একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়। এ ব্যাপারে রাহুল সিনহা বলেছিলেন, চার জন কেন, আট জনকে গুলি করলেও ক্ষতি ছিল না।

আরও পড়ুন:মেয়েদের জন্য স্কুল-কলেজে বিনা খরচায় শিক্ষাদানের ব্যবস্থা করবে বিজেপি, বললেন স্মৃতি ইরানি

Related articles

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...
Exit mobile version