Saturday, November 8, 2025

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের পুত্র শুভেন্দুর হাত ধরে বিজেপিতে, কৌতূহল চরমে

Date:

তৃণমূল সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একান্ত সচিবের পুত্র তমোঘ্ন ঘোষ বৃহস্পতিবার যোগ দিলেন বিজেপিতে৷ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) হাত ধরে এদিন এই যোগদান হয়েছে৷

তমোঘ্ন দীর্ঘদিন ধরেই তৃণমূলের ছাত্র ও যুব ফ্রন্টের সামনের সারির নেতা৷ এই মুহুর্তেও তমোঘ্ন ছিলেন যুব তৃণমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) সঙ্গে তমোঘ্ন’র সম্পর্ক খুবই নিবিড়৷ তমোঘ্ন’র বাবা তপন ঘোষ সুদীপের সাংসদ তহবিলের কাজের দায়িত্ব থাকা সহায়ক৷ চলতি ভোটে সুদীপের পরামর্শেই জোড়াসাঁকো কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তার নির্বাচন পরিচালনার দায়িত্বে৷ তাঁর পুত্র তমোঘ্ন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন, অথচ সুদীপবাবু তা আগে জানতেন না, এমন কথা দলের কেউই মানতে রাজি নন৷ অথচ, তমোঘ্নকে ধরে রাখার বিষয়ে সুদীপের ন্যূনতম তৎপরতাও দেখা যায়নি৷ এই দলবদল নিয়ে সুদীপের হাত গুটিয়ে বসে থাকাকে স্বাভাবিক বলে মানতে রাজি নন ঘাসফুল-শিবির৷ সূত্রের খবর, বিজেপির তরফে তমোঘ্নকে কলকাতা পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডে দলের প্রার্থী করার নিশ্চিত আশ্বাস দেওয়া হয়েছে৷ শুভেন্দুর হাত ধরে তমোঘ্ন’র এই দলবদলে তৃণমূলের কোনও স্তরেই কোনও প্রভাব পড়ছে না বলে উত্তর কলকাতা তৃণমূলের তরফে দাবি করা হয়েছে৷

একুশের ভোট তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এই ভোটের ফলাফলের উপর দলের ভবিষ্যত অনেকখানি নির্ভর করছে৷ সেই পরিস্থিতিতে দলের অন্যতম শীর্ষ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা যতখানি সক্রিয় থাকা উচিত ছিলো, দলের নেতা-কর্মীরা সেইভাবে এই নেতাকে পাচ্ছে না৷ দীর্ঘদিন ধরেই বিজেপি তথা মোদি- শাহের বিরুদ্ধে পথে নেমে সরব হয়েছে তৃণমূলের সর্বস্তর৷ অথচ ঠিক সেই ভূমিকায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এখনও দেখা যায়নি৷ দিল্লির সাংবাদিক মহল তো প্রকাশ্যেই বলে, দলের নির্দেশে মোদি-শাহের বিরুদ্ধে ‘কথা’ বলতে না হলে, সুদীপ বন্দ্যোপাধ্যায় মোদি-শাহের বিরুদ্ধে কখনই কিছুই বলেন না৷ বিজেপির বিরুদ্ধে চট করে মুখ খুলতেই চান না তৃণমূলের এই সাংসদ৷ দিল্লির সাংবাদিকদের এই ধারনা যে অমূলক নয়, তা বোঝা গিয়েছে না রাজ্যের নির্বাচনী প্রচারে সুদীপকে সেইভাবে দেখতে না পাওয়ায়৷ গোটা নির্বাচন প্রক্রিয়ায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গা-ছাড়া মনোভাব, সুদীপবাবুর ঘনিষ্ঠ সহযোগী তপন ঘোষের পুত্র তথা যুব তৃণমূল নেতা তমোঘ্ন’র বিজেপিতে যোগ দেওয়া এবং এ বিষয়ে সুদীপের মুখ না খোলা নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরেই নানা প্রশ্ন ভেসে উঠেছে৷

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version