Sunday, May 4, 2025

নির্ধারিত সূচি মেনেই বাকি দফায় ভোট গ্রহণের ইঙ্গিত কমিশনের, আগামিকাল চূড়ান্ত সিদ্ধান্ত

Date:

Share post:

ভোটবঙ্গে (West Bengal Assembly Election) বাড়ছে করোনার (Corona) দাপাদাপি। এদিকে অবাধ ও শান্তিপূর্ণ ভোট পরিচালনার জন্য বাংলায় নজিরবিহীন ৮ দফায় নির্বাচন করাচ্ছে কমিশন (EC)। ইতিমধ্যে চার দফা সাঙ্গ হয়েছে। বাকি আরও ৪। এবং আগামী ১৫দিনে এই দফাগুলির ভোট গ্রহণ হবে। অন্যদিকে, চিকিৎসক ও বিশেষজ্ঞদের দাবি, এই ১৫ দিন করোনার বাড়বাড়ন্ত হবে। এই সময়কালের মধ্যে মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ কার্যত আছড়ে পড়বে গোটা দেশে। সেখানে ভোটবঙ্গে নেতাদের প্রচারের বহরে তা মারাত্মক আকার ধারণ করবে। গণতন্ত্রের জন্য নির্বাচন প্রক্রিয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষের জীবনের মূল্য সবচেয়ে বেশি। মানুষের জন্যই তো গণতন্ত্র!

যা নিয়ে বেশ আতঙ্কিত রাজ্যবাসী। এই পরিস্থিতিতে করোনা বিধি মেনে কী ভাবে ভোট পরিচালনা করা হবে, কোনও রদবদল করা যায় কি না, তা নিয়ে আলোচনা করতে শুক্রবার সর্বদল বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, রাজ্যে অতিমারীর বিষয়টি মাখায় রেখে শনিবার পঞ্চম দফার নির্বাচনের পর বাকি তিন দফার নির্বাচন একদিনেই করার দাবি তোলা হতে পারে শাসক দল তৃণমূলের তরফে। বিজেপি-সহ বিরোধীদের পক্ষ থেকে এ বিষয়ে অবশ্য এখনও সেভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এদিকে ষষ্ঠ (২২ এপ্রিল), সপ্তম (২৬ এপ্রিল) ও অষ্টম (২৯ এপ্রিল) দফার ভোট একসঙ্গে নয়, পূর্ব নির্ধারিত সূচি মেনেই হবে, সব জল্পনা উড়িয়ে জানিয়ে দিল দিল্লি নির্বাচন কমিশন (Election Commisssion)। সংবাদ সংস্থা ANI অন্তত তেমনটাই দাবি করেছে।

জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতর থেকে জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করেন নবনিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। ছিলেন ডেপুটি কমিশনার সুদীপ জৈনও। সেখানেই প্রাথমিক ভাবে স্থির হয়,
পূর্বনির্ধারিত সূচি মেনে ১৭ তারিখের পর আরও ৩ দফায় ভোট হবে। কারণ, আইনগত দিকটি ভাবাচ্ছে কমিশনকে।
সব বদলে এই মুহূর্তে এক দফায় ভোট করাতে হলে কমিশনের আগের সমস্ত বিজ্ঞপ্তি বাতিল করে নতুন করে বিজ্ঞপ্তি জারি করতে হবে। এতে গোটা প্রক্রিয়া আরও জটিল হয়ে যাবে। অনেক সময় লাগবে।

তাছাড়া তিনদফার নির্বাচন একদফায় করাতে হলে আরও অন্তত ১৫০০ অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী থেকে পুলিশ পর্যবেক্ষক প্রয়োজন। তাঁদের ভিন রাজ্য থেকে বাংলায় নিয়ে আসতে হবে। মহামারি আবহে সেটাও ঝুঁকিপূর্ণ হবে। তবে শেষ পর্যন্ত কী হবে তা আগামীকালের সর্বদল বৈঠকে স্থির করা হবে। সব দলের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। প্রতিটি রাজনৈতিক দলের তরফে মাত্র একজন করে প্রতিনিধি হাজির থাকবেন।

Advt

 

spot_img
spot_img

Related articles

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...

সোমে দু দিনের মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভা সুতিতে 

দিঘা সফরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য এবার মুর্শিদাবাদ। দু-দিনের সফরে সোমবার তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন। ওইদিন তিনি প্রথমে...

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল...