Saturday, August 23, 2025

নির্ধারিত সূচি মেনেই বাকি দফায় ভোট গ্রহণের ইঙ্গিত কমিশনের, আগামিকাল চূড়ান্ত সিদ্ধান্ত

Date:

ভোটবঙ্গে (West Bengal Assembly Election) বাড়ছে করোনার (Corona) দাপাদাপি। এদিকে অবাধ ও শান্তিপূর্ণ ভোট পরিচালনার জন্য বাংলায় নজিরবিহীন ৮ দফায় নির্বাচন করাচ্ছে কমিশন (EC)। ইতিমধ্যে চার দফা সাঙ্গ হয়েছে। বাকি আরও ৪। এবং আগামী ১৫দিনে এই দফাগুলির ভোট গ্রহণ হবে। অন্যদিকে, চিকিৎসক ও বিশেষজ্ঞদের দাবি, এই ১৫ দিন করোনার বাড়বাড়ন্ত হবে। এই সময়কালের মধ্যে মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ কার্যত আছড়ে পড়বে গোটা দেশে। সেখানে ভোটবঙ্গে নেতাদের প্রচারের বহরে তা মারাত্মক আকার ধারণ করবে। গণতন্ত্রের জন্য নির্বাচন প্রক্রিয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষের জীবনের মূল্য সবচেয়ে বেশি। মানুষের জন্যই তো গণতন্ত্র!

যা নিয়ে বেশ আতঙ্কিত রাজ্যবাসী। এই পরিস্থিতিতে করোনা বিধি মেনে কী ভাবে ভোট পরিচালনা করা হবে, কোনও রদবদল করা যায় কি না, তা নিয়ে আলোচনা করতে শুক্রবার সর্বদল বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, রাজ্যে অতিমারীর বিষয়টি মাখায় রেখে শনিবার পঞ্চম দফার নির্বাচনের পর বাকি তিন দফার নির্বাচন একদিনেই করার দাবি তোলা হতে পারে শাসক দল তৃণমূলের তরফে। বিজেপি-সহ বিরোধীদের পক্ষ থেকে এ বিষয়ে অবশ্য এখনও সেভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এদিকে ষষ্ঠ (২২ এপ্রিল), সপ্তম (২৬ এপ্রিল) ও অষ্টম (২৯ এপ্রিল) দফার ভোট একসঙ্গে নয়, পূর্ব নির্ধারিত সূচি মেনেই হবে, সব জল্পনা উড়িয়ে জানিয়ে দিল দিল্লি নির্বাচন কমিশন (Election Commisssion)। সংবাদ সংস্থা ANI অন্তত তেমনটাই দাবি করেছে।

জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতর থেকে জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করেন নবনিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। ছিলেন ডেপুটি কমিশনার সুদীপ জৈনও। সেখানেই প্রাথমিক ভাবে স্থির হয়,
পূর্বনির্ধারিত সূচি মেনে ১৭ তারিখের পর আরও ৩ দফায় ভোট হবে। কারণ, আইনগত দিকটি ভাবাচ্ছে কমিশনকে।
সব বদলে এই মুহূর্তে এক দফায় ভোট করাতে হলে কমিশনের আগের সমস্ত বিজ্ঞপ্তি বাতিল করে নতুন করে বিজ্ঞপ্তি জারি করতে হবে। এতে গোটা প্রক্রিয়া আরও জটিল হয়ে যাবে। অনেক সময় লাগবে।

তাছাড়া তিনদফার নির্বাচন একদফায় করাতে হলে আরও অন্তত ১৫০০ অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী থেকে পুলিশ পর্যবেক্ষক প্রয়োজন। তাঁদের ভিন রাজ্য থেকে বাংলায় নিয়ে আসতে হবে। মহামারি আবহে সেটাও ঝুঁকিপূর্ণ হবে। তবে শেষ পর্যন্ত কী হবে তা আগামীকালের সর্বদল বৈঠকে স্থির করা হবে। সব দলের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। প্রতিটি রাজনৈতিক দলের তরফে মাত্র একজন করে প্রতিনিধি হাজির থাকবেন।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version