আইসিসির(icc) একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে বিরাট পতন। আইসিসির একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে বিরাট কোহলিকে (virat kohli) টপকে শীর্ষে পাকিস্তানের বাবর আজম( babar azam)। পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেট র্যাঙ্কিয়ে শীর্ষ স্থান দখল করলেন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম বার শীর্ষ স্থান হারালেন কোহলি।

শুক্রবার প্রকাশিত আইসিসি একদিনের র্যাঙ্কিং অনুযায়ী ৮৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বাবর। ৮৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত অধিনায়ক বিরাট কোহলি। তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা।

একদিনের ক্রিকেটে ১৩ তম শতরান করে ফেললেন বাবর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই শতরান করার সঙ্গে সঙ্গেই বিরাটের থেকে কম ইনিংস খেলে সেই মাইলফলক ছুঁলেন তিনি।

আরও পড়ুন:আইএসএলের ব্যর্থতা ভুলে এএফসি কাপে ফোকাসড প্রীতম কোটাল