Wednesday, August 20, 2025

রোড শো-এ জনস্রোত: মাথা নোয়াবে না বাংলা, স্পষ্ট ঘোষণা অভিষেকে

Date:

Share post:

দিল্লির কাছে মাথা নোয়াবে না বাংলা। বাংলায় কৃষ্টি-সংস্কৃতিকে বজায় রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার আবেদন জানালেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। শুক্রবার, দুপুরে প্রথমেই বাগদা বিধানসভায় জনসভা করেন অভিষেক। এরপর তিনি বারাকপুরের দলীয় প্রার্থী চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সমর্থনে চিড়িয়ামোড় থেকে ঘুসি পাড়া পর্যন্ত রোড শো করেন।

 

অভিষেক বলেন, বাংলায় এসে বাংলার মানুষদের রক্ত ঝরাচ্ছে বহিরাগতরা। এদিন ফের তিনি অভিযোগ করেন, বিজেপি নেতাদের প্ররোচনাতেই সেদিন শীতলকুচিতে গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল সাংসদ বলেন, বাংলাকে গুজরাট (Gujarat) হতে দেব না।

স্বাস্থ্যসাথী থেকে কন্যাশ্রী- তৃণমূল সরকারের জনহিতকর প্রকল্পের খতিয়ান তুলে ধরেন অভিষেক। একইসঙ্গে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা ক্ষমতায়নের পক্ষে। সে কারণেই যেমন স্বাস্থ্যসাথী কার্ড বাড়ির মহিলার নামে করা হচ্ছে, তেমনই তৃতীয়বার সরকার গঠনের পরে মহিলাদের 500 থেকে হাজার টাকা পর্যন্ত হাত খরচ দেওয়া হবে।

বারাকপুরে (Barackpur) অভিষেকের রোড শো ঘিরে স্থানীয় মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে ছিলেন স্থানীয় বাসিন্দারা। দুয়ারে রেশন থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রতিশ্রুতিও দেন অভিষেক। এদিন রোড শো তে ছিলেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীও।

Advt

spot_img

Related articles

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, এখন থেকে ঠিক দু'ঘণ্টার মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে...