Sunday, August 24, 2025

এবার ইডির তলব মানস-স্বরূপকে, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

Date:

Share post:

বাংলায় বিধানসভা নির্বাচনের আবহেই আইকোর মামলা নিয়ে সক্রিয় হয়ে উঠল ইডি। রাত পোহালেই ভোট-পঞ্চমী। তার আগে আইকোর মামলায় তৃণমূল (Tmc) নেতা মদন মিত্রের (Madan Mitra) ছেলে স্বরূপ মিত্র (Swarup Mitra) ও তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে (Manas Bhuiya) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Ed)। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ভোটের আগে এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি।

কয়েকদিন আগেই প্রয়াত আইকোর (Icore) প্রধান অনুকূল মাইতির (Anukul Maiti) স্ত্রী কণিকা মাইতিকে (Konika Maiti) জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ইডি সূত্রের খবর, তার দেওয়া তথ্যের ভিত্তিতেই তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে ১৯ এপ্রিল সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-অসমে ভোট মিটতেই ঘরে ঘরে ‘ডি’ নোটিস পাঠিয়েছে, বিজেপিকে তোপ মমতার

তার সঙ্গে জুড়েছে স্বরূপ মিত্রের নাম। ইডি সূত্রে খবর, ২৩ এপ্রিল মদন-পুত্র স্বরূপকে হাজিরা দিতে বলা হয়েছে। শনিবার, কামারহাটিতে ভোটগ্রহণ। সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র। তাঁর নির্বাচনী এজেন্ট হলেন স্বরূপ মিত্র। ভোট প্রক্রিয়াকে সমস্যায় ফেলতে এই তলব বলে অভিযোগ। এতে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই।

ভোটে আবহেই আইকোর মামলায় সক্রিয় হয়েছে ইডি। আর এর বিরুদ্ধে সরব হয়েছে শাসকদল। আগেই তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেন, ভোট এলেই সক্রিয় হয়ে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এজেন্সি দিয়ে তৃণমূলের উপর পরোক্ষে চাপ তৈরি করার চেষ্টা করে বিজেপি। এই অভিযোগে অনেকদিন আগে থেকেই সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃত্ব। ভোটগ্রহণের মধ্যেই এক তৃণমূল প্রার্থী ও আরেকজন প্রার্থীর ছেলেকে তলবের ঘটনায় সেই অভিযোগের পালে হাওয়া লাগল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advt

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...