Sunday, November 2, 2025

এবার ইডির তলব মানস-স্বরূপকে, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

Date:

বাংলায় বিধানসভা নির্বাচনের আবহেই আইকোর মামলা নিয়ে সক্রিয় হয়ে উঠল ইডি। রাত পোহালেই ভোট-পঞ্চমী। তার আগে আইকোর মামলায় তৃণমূল (Tmc) নেতা মদন মিত্রের (Madan Mitra) ছেলে স্বরূপ মিত্র (Swarup Mitra) ও তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে (Manas Bhuiya) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Ed)। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ভোটের আগে এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি।

কয়েকদিন আগেই প্রয়াত আইকোর (Icore) প্রধান অনুকূল মাইতির (Anukul Maiti) স্ত্রী কণিকা মাইতিকে (Konika Maiti) জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ইডি সূত্রের খবর, তার দেওয়া তথ্যের ভিত্তিতেই তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে ১৯ এপ্রিল সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-অসমে ভোট মিটতেই ঘরে ঘরে ‘ডি’ নোটিস পাঠিয়েছে, বিজেপিকে তোপ মমতার

তার সঙ্গে জুড়েছে স্বরূপ মিত্রের নাম। ইডি সূত্রে খবর, ২৩ এপ্রিল মদন-পুত্র স্বরূপকে হাজিরা দিতে বলা হয়েছে। শনিবার, কামারহাটিতে ভোটগ্রহণ। সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র। তাঁর নির্বাচনী এজেন্ট হলেন স্বরূপ মিত্র। ভোট প্রক্রিয়াকে সমস্যায় ফেলতে এই তলব বলে অভিযোগ। এতে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই।

ভোটে আবহেই আইকোর মামলায় সক্রিয় হয়েছে ইডি। আর এর বিরুদ্ধে সরব হয়েছে শাসকদল। আগেই তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেন, ভোট এলেই সক্রিয় হয়ে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এজেন্সি দিয়ে তৃণমূলের উপর পরোক্ষে চাপ তৈরি করার চেষ্টা করে বিজেপি। এই অভিযোগে অনেকদিন আগে থেকেই সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃত্ব। ভোটগ্রহণের মধ্যেই এক তৃণমূল প্রার্থী ও আরেকজন প্রার্থীর ছেলেকে তলবের ঘটনায় সেই অভিযোগের পালে হাওয়া লাগল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version