শিবের মন্দিরে পুজো দিয়ে বিপাকে কংগ্রেসের মুসলিম বিধায়ক। ঝাড়খণ্ডের বিধায়ক কংগ্রেসের ইরফান অনসারি শিবের ভক্ত। ভোট এলেই তিনি বৈদ্যনাথ ধামে পুজো দেন
এবারও তার ব্যতিক্রম হয়নি । কিন্তু হিন্দুদের মন্দিরে কেন একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রবেশ করেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা নিশিকান্ত। তিনি বলেছেন , আজ পর্যন্ত কোনও মুসলিম ওই মন্দিরে প্রবেশ করেনি। ঠিক যেমন মক্কার কাবায় অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ । তেমনি বাবার ধামে নিয়ম আছে , শুধুমাত্র হিন্দুরা প্রবেশ করতে পারবেন । নিয়মভঙ্গ করার জন্য মুসলিম বিধায়কের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।