কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন কড়া সিদ্ধান্ত নিয়েছে তারা। সেইসঙ্গে শীতলকুচির ঘটনাকে মাথায় রেখেই বাকি তিন দফার ভোটের ৭২ ঘণ্টা আগেই প্রচার শেষ করতে হবে বলে জানিয়েছে কমিশন। এছাড়াও প্রচারের সময় নিয়েও এদিন কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁদের তরফে বলা হয়েছে, সন্ধ্যে ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত কোনও প্রচার কর্মসূচি করা যাবে না। আজ অর্থ্যাৎ শুক্রবার থেকেই এই নিয়ম কার্যকর করা হচ্ছে বলে জানান হয়েছে।