Monday, November 17, 2025

আগামী বছর স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অংশ মানুষের কাছে তুলে ধরতে প্রযোজক অভিনেতা কান সিং সোধা আনতে চলেছে এক নতুন ছবি ৮/১২। স্বাধীনতা সংগ্রামী বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তর অবদানকে মানুষের সামনে তুলে ধরতেই এই ছবি । ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় বড়পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক অরুণ রায়। এই ছবির মুখ্য চরিত্রে হীরালাল সেন খ্যাত অভিনেতা কিঞ্জল নন্দ, নাট্যজগতের পরিচিত মুখ অর্ণ মুখোপাধ্যায়, সুমন বোস ,অনুষ্কা চক্রবর্তী সহ আরও অনেকে।
এ ছবির মূল ভূমিকায় রয়েছেন অভিনেতা কিঞ্জল নন্দ।এর আগে ‘হীরালাল সেন’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। অভিনেতা হিসেবে কিঞ্জল খুবই উচ্চমানের। অরুণ সেনের পরিচালিত এই ছবিতে বিনয় কৃষ্ণ বসু-র চরিত্রকে কিঞ্জল নন্দ পূঙ্খানুপূঙ্খভাবে তুলে ধরেছেন। ‘হীরালাল সেন’-এর চরিত্রে অভিনয় করে অভিনেতা কিঞ্জল বড় সাফল্যের পর বিনয় কৃষ্ণ বসুর চরিত্র ফুটিয়ে তোলা তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। তারপর আবার বিনয় কৃষ্ণ বসুর চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আপ্লুত তিনি। কিঞ্জলের কথায়, “অভিনেতা হিসেবে চরিত্রকেই গুরুত্ব দিয়েছিলাম।”
১৯৩০ খ্রিস্টাব্দের ৮ ই ডিসেম্বর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। বিনয় বাদল ও দীনেশ এই দিনে ব্রিটিশ পোশাক পরে রাইটার্স বিল্ডিং-এ অভিযান চালান। গুলি করে হত্যা করা হয় অত্যাচারী সিম্পসন কে। ৮/১২ ছবির মধ্যে দিয়ে এই বিষয়বস্তুই তুলে ধরেছেন পরিচালক অরুণ রায়।
৮/১২ ছবির প্রসঙ্গে পরিচালক বলেন, “আমরা ৯/১১ র মতোন একটা দিন মনে রাখতে পারি, কিন্তু ৮/১২ আমাদের স্মৃতি থেকে আজ প্রায় বিলুপ্ত। এই দিন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।”

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version