Thursday, August 21, 2025

আগামী বছর স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অংশ মানুষের কাছে তুলে ধরতে প্রযোজক অভিনেতা কান সিং সোধা আনতে চলেছে এক নতুন ছবি ৮/১২। স্বাধীনতা সংগ্রামী বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তর অবদানকে মানুষের সামনে তুলে ধরতেই এই ছবি । ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় বড়পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক অরুণ রায়। এই ছবির মুখ্য চরিত্রে হীরালাল সেন খ্যাত অভিনেতা কিঞ্জল নন্দ, নাট্যজগতের পরিচিত মুখ অর্ণ মুখোপাধ্যায়, সুমন বোস ,অনুষ্কা চক্রবর্তী সহ আরও অনেকে।
এ ছবির মূল ভূমিকায় রয়েছেন অভিনেতা কিঞ্জল নন্দ।এর আগে ‘হীরালাল সেন’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। অভিনেতা হিসেবে কিঞ্জল খুবই উচ্চমানের। অরুণ সেনের পরিচালিত এই ছবিতে বিনয় কৃষ্ণ বসু-র চরিত্রকে কিঞ্জল নন্দ পূঙ্খানুপূঙ্খভাবে তুলে ধরেছেন। ‘হীরালাল সেন’-এর চরিত্রে অভিনয় করে অভিনেতা কিঞ্জল বড় সাফল্যের পর বিনয় কৃষ্ণ বসুর চরিত্র ফুটিয়ে তোলা তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। তারপর আবার বিনয় কৃষ্ণ বসুর চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আপ্লুত তিনি। কিঞ্জলের কথায়, “অভিনেতা হিসেবে চরিত্রকেই গুরুত্ব দিয়েছিলাম।”
১৯৩০ খ্রিস্টাব্দের ৮ ই ডিসেম্বর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। বিনয় বাদল ও দীনেশ এই দিনে ব্রিটিশ পোশাক পরে রাইটার্স বিল্ডিং-এ অভিযান চালান। গুলি করে হত্যা করা হয় অত্যাচারী সিম্পসন কে। ৮/১২ ছবির মধ্যে দিয়ে এই বিষয়বস্তুই তুলে ধরেছেন পরিচালক অরুণ রায়।
৮/১২ ছবির প্রসঙ্গে পরিচালক বলেন, “আমরা ৯/১১ র মতোন একটা দিন মনে রাখতে পারি, কিন্তু ৮/১২ আমাদের স্মৃতি থেকে আজ প্রায় বিলুপ্ত। এই দিন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।”

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version