Sunday, November 9, 2025

দ্বিতীয় ঢেউয়ে বানভাসি পরীক্ষার্থীরা, ভেসে গেলো পরীক্ষা, পঠনপাঠন

Date:

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় বিপর্যস্ত পড়ুয়ারা। দ্বিতীয় ঢেউয়ে বানভাসি পরীক্ষার্থীরা। ভেসে গেলো পরীক্ষা, পঠনপাঠন। বুধবারই কেন্দ্র বাতিল করেছে সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা। এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। পয়লা জুন রিভিউ বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে। সিবিএসই দ্বাদশের পরীক্ষা স্থগিত রেখে পিছিয়ে দেওয়ার ফলে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতকে পড়ুয়া ভর্তি ও ক্লাস শুরু হওয়া নিয়ে একরকম চিন্তায়। এমনই জানালেন রাজ্যের শিক্ষা প্রশাসকরা।

সিবিএসই দ্বাদশের পরীক্ষা এখনও স্থগিত রইলেও সংসদ সভাপতি মহুয়া দাস জানান, ‘উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বলার মতো পরিস্থিতি এখনও আসেনি। উচ্চ মাধ্যমিকের নির্ধারিত সূচি আপাতত অপরিবর্তিতই রয়েছে। তাছাড়া উচ্চ মাধ্যমিকের আগেই ১-১০ জুন মাধ্যমিক রয়েছে। মাধ্যমিকের দিনক্ষণ দেখেই উচ্চ মাধ্যমিকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরও পড়ুন-কোথায় খরচ হচ্ছে পিএম কেয়ার ফান্ডের টাকা? ব্যাখ্যা দিল কেন্দ্র

সাধারণত প্রত্যেক বছর স্নাতকের ক্লাস ১ জুলাই শুরু হয়। রাজ্যের শিক্ষা প্রশাসকদের কথায়, ২০২০-২১ সালে কোভিডের কারণে দেশজুড়ে দীর্ঘ দিন লকডাউনে কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায়, ক্লাস হয়নি। ২০২০-তে করোনার বাড়বাড়ন্তে উচ্চ মাধ্যমিক, সিবিএসই এবং আইএসসি পরীক্ষা মাঝপথে স্থগিত করতে বাধ্য হয়েছিল।

গতবারের থেকে এবারের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, একমাত্র কোনও মিরাক্যালই কোভিডের গ্রাফ নিম্নমুখী করতে পারে। তখন পরীক্ষার দিনক্ষণ, স্নাতকে শিক্ষাবর্ষ শুরু এবং ভর্তির কথা আলোচনা করা যেতে পারে। এখন এ সব নিয়ে আলোচনা অর্থহীন।

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...
Exit mobile version