বরানগরে বুথে ঢুকতে বাধার মুখে পার্নো মিত্র

বিধানসভা নির্বাচনের পঞ্চম দফা ভোটের শুরুতেই বরানগরে কয়েকটি বুথে বিক্ষিপ্ত গোলমালের খবর পাওয়া যায়। খবর আসে, বরানগরের ব্রহ্মানন্দ কেশব চন্দ্র কলেজেও (BKC College) দীর্ঘক্ষণ ভোট বন্ধ রয়েছে। বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন পড়ে যায়। জানা যায় ইভিএম (EVM) বিভ্রাটের দরুণ এই গোলমাল। দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা ক্ষুব্ধ ও বিরক্ত হয়ে পড়েন। খবর পেয়ে সেখানে পৌঁছে যান বরানগরের বিজেপি (BJP) প্রার্থী পার্নো মিত্র (Parno Mitra)। কিন্তু তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন পার্নো মিত্র । তিনি বলেন, “আমাকে বা আমাদের দলের কাউকেই ভিতরে ঢুকতে দিচ্ছে না। বলছে মেশিন খারাপ। কিন্তু এর বেশি আর কিছুই বলতে চাইছে না । বলছে প্রার্থীদের ঢুকতে দেওয়া হবে না। এখন অপেক্ষা করছি। যদি সমাধান না হয় নির্বাচন কমিশনকে জানাব।” যদিও বরানগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস রায়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি এই ঘটনাকে আমল দিতে চাননি। শান্তিপূর্ণ নির্বাচনে বিজেপি অশান্তি ছড়াতে চাইছে বলে পাল্টা বিজেপিকে দোষী করেছেন তিনি।

Advt

Previous articleপাঞ্জাবের বিরুদ্ধে জয়ের দিনই সিএসকের জার্সি গায়ে নজির গড়লেন ধোনি
Next articleভোট মিটতেই অসমে ডি-নোটিশ, বাংলার জন্যও কি বিজেপির গোপন ছক?