পঞ্চম দফার শুরুতেই বর্ধমান উত্তরের সরাইটিকরে ভোটগ্রহণ কেন্দ্রে বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ উঠল। বিজেপি এজেন্টের অভিযোগ মেরে তাঁর মাথা দিয়েছে ফাটিয়ে দিয়েছে তৃণমূলের কর্মীরাই।যদিও অভিযোগ অস্বীকার করেছে বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্ব।

জানা গেছে ভোট শুরুর ঠিক আগেই সরাইটিকর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ৭০, ৭১, ৭২, ৭৩ নম্বর বুথে বিজেপির এজেন্টদের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। প্রথমে বুথে বসা নিয়ে বচসা বাঁধে। জল এতটাই গড়ায় যে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। এরপর জখম বিজেপি এজেন্টকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।আক্রান্ত হয়েছে আরও দুই বিজেপি কর্মী । আহত অজিত সরকার ও অজিত সরেনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এ ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন ও সাজানো বলে অভিযোগ করেছে তৃণমূল নেতৃত্ব।