করোনার জীবাণু বায়ুবাহিতই, নয়া তথ্য দিলেন বিজ্ঞানীরা

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা বিশ্ব। ভারতে হু হু করে বাড়ছে সংক্রমণ। কোনওভাবেই রাশ টানতে পারছেন না গবেষক থেকে শুরু করে চিকিৎসকরা। ভাইরাসের উৎস জানলেও কীভাবে ছড়াচ্ছে এই মারণ ভাইরাস, তার উত্তর এখনও নেই কারোর কাছেই। এর মধ্যেই আন্তর্জাতিক এক জার্নাল, ‘ল্যানসেট’-এ প্রকাশিত হল কোভিড ভাইরাস সম্পর্কীয় এক নয়া তথ্য। এতদিন গবেষকরা দাবি করেছিলেন, কোভিড-১৯ এর জন্য দায়ী সার্স-কোভ-২ ভাইরাস বায়ুবাহিত নয়। কিন্তু সেই দাবি উড়িয়ে এই জীবাণু বায়ুবাহিতই বলেই জার্নালে দাবি করেছেন বিজ্ঞানীরা। এমনকি তার বেশ কিছু প্রমাণ ইতিমধ্যে পেয়েছেন বিজ্ঞানীরা।

করোনা সংক্রান্ত এই গবেষণায় আন্তর্জাতিক স্তরের ছয় বিজ্ঞানী যুক্ত রয়েছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং এই দলির প্রধান ট্রিশা গ্রিনহল জানিয়েছেন, এই দাবির পিছনে ১০টি কারণ ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা। তাঁদের বক্তব্য, জীবাণুটি বায়ুবাহিত হওয়ার পক্ষেই প্রমাণ বেশি।
বিজ্ঞানীরা জানিয়েছেনঃ
১) পাশের ঘরে কেউ আক্রান্ত হলে, তার মুখোমুখি না হয়েও করোনা আক্রান্ত হচ্ছেন অনেকেই ।
২) বাইরের তুলনায় ঘরের ভিতরে থাকা আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি।
৩) সুপার-স্প্রেডার ঘটনাগুলির ক্ষেত্রে মানুষের আচরণ, কোন ক্ষেত্রে ঘটেছে, ঘরের ভেন্টিলেশন ব্যবস্থা, এসব খতিয়ে দেখা হয়েছে। তাতে স্পশট শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে নির্গত জলকণা বা ড্রপলেটসের মাধ্যমে ভাইরাস ছড়ানো অসম্ভব।
৪) আক্রান্তদের ৩৩ থেকে ৫৯ শতাংশই উপসর্গহীন। সেক্ষেত্রে কীভাবে রোগ ছড়াচ্ছে।
৫) হাসপাতাল কর্মীরা পিপিই পরেও আক্রান্ত হচ্ছেন।
৬) কোভিড হাসপাতালের এয়ার ফিল্টারে ভাইরাস পাওয়া গিয়েছে।
৭) কোভিড আক্রান্তের ঘরের বাতাসে ভাইরাস মিলেছে।
8) খাঁচা-বন্দি প্রাণীরা এয়ার ডাক্ট থেকে সংক্রমিত হচ্ছে।
৯) ড্রপলেটস-এ ভাইরাস ছড়ানোর বিশেশ প্রমাণ নেই।
১০) কোনও গবেষণা এ পর্যন্ত ভাইরাসটি বয়ু বাহিত না হওয়ার পক্ষে প্রমাণ মেলেনি।

Advt

Previous articleপঞ্চম দফায় অশান্ত বর্ধমান, মাথা ফাটল পোলিং এজেন্টের
Next articleনিয়ম করে পঞ্চম দফাতেও বঙ্গে ভোট প্রচারে মোদি, নিশানায় ফের শাসক দল