Saturday, August 23, 2025

নাম না করে বিজেপিকে তোপ: সিআইডি তদন্তের নির্দেশ দেব, অডিও ক্লিপ ফাঁস নিয়ে জানালেন ক্ষুব্ধ মমতা

Date:

অডিও ক্লিপ প্রকাশ নিয়ে এবার বিজেপি-র তীব্র আক্রমণ করলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। শনিবার, গলসির সভা থেকে নাম না করে অডিও ক্লিপ ফাঁস নিয়ে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল নেত্রী। শুক্রবার বিজেপির তরফে একটি অডিও (Audio) ক্লিপ প্রকাশ করা হয়। বিজেপির (Bjp) দাবি, সেটি শীতলকুচির ঘটনার ঠিক পরেই পার্থপ্রতিম রায়ের সঙ্গে তৃণমূল নেত্রীর ফোনালাপের অডিও। যদিও সেই অডিও টেপের সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। এই নিয়ে আগেই কেন্দ্রের বিরুদ্ধে ফোন ট্যাপিংয়ের অভিযোগ তোলে শাসকদল।

এদিন, দলীয় প্রার্থীর সমর্থনে গলসির প্রচার সভা থেকে এ নিয়ে সুর চড়ান মমতা। তিনি বলেন, “কার সঙ্গে কথা বলছি, তা ট্যাপ করা হচ্ছে। এটা একটা বড় দুর্নীতি। আমি জানতে চাই, কে আমার ফোনে আড়ি পাতছে? সবার ফোনে আড়ি পাতছে কেন্দ্রীয় সরকার। সরকার গড়ার পরে আমি সিআইডি (Cid) তদন্তের নির্দেশ দেব”।

কোভিড পরিস্থিতির কারণে বাকি তিন দফা একসঙ্গে করার প্রস্তাব দেন তৃণমূল নেত্রী। এদিনও তিনি বলেন, নির্বাচন একসঙ্গে করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু উল্টে সময় কমিয়ে দিয়েছে। “কেন আমাদের নির্বাচনে প্রচারের সময় কমিয়ে দেওয়া হল? তিনটি দফার নির্বাচন একসঙ্গে হতেই পারত। কিন্তু কমিশন সেটা করল না, এ দিকে প্রচারের সময় কমিয়ে দিল”।

এদিন সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানগুলিকে বেসরকারীকরণ নিয়ে সরব হন তৃণমূল নেত্রী। দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গে যোগাযোগের বিশেষ ব্যবস্থা করে বাণিজ্য করিডোর তৈরি হবে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version