Wednesday, July 16, 2025

দফায় দফায় সংঘর্ষ গয়েশপুরে, শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ

Date:

Share post:

বাংলার বিধানসভা নির্বাচনের পঞ্চম দিনে সকাল থেকেই কল্যাণীর বিভিন্ন এলাকায়  বিক্ষিপ্ত  সংঘর্ষ  হয়েছে বলে খবর এসেছে।  বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে ঘিরে ধরে বিক্ষাোভ দেখাতে থাকে তৃণমূল। অভিযোগ বনগাঁর বিজেপি সাংসদ বহিরাগত দুষ্কৃতী নিয়ে এসে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয়বাহিনী। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে।

এদিন সকাল থেকেই কল্যাণীর বিভিন্ন এলাকায় ভোটারদের ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ উঠছে।কোথাও  বোমাবাজি , কোথাও ভোটারদের মারধর, কোথাও বুথ সভাপতিকে ঘিরে বিক্ষোভ। প্রতিবাদে  কোথাও রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখিয়েছেন  ভোটাররা।কোথাও বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, কোথাও ভোট দানে বাধা। গ্রামবাসীদের অভিযোগ, সকাল থেকেই বহিরাগত দুষ্কৃতীরা রাস্তা ঘিরে রেখেছে। তাঁরা ভোট দিতে গেলে, তাঁদের বাধা দেওয়া হয়। ‘তোমাদের ভোট হয় গিয়েছে, বাড়ি চলে যাও’ বলে শাসানো হয় বলে অভিযোগ। প্রতিবাদে বুথের অদূরেই রাস্তায় সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।গ্রামবাসীদের অভিযোগ, ২০০ মিটারের মধ্যেই জমায়েত করছে ওরা। বাড়ি থেকে বেরোতেই ওরা বলল ভোট হয়ে যাবে চলে যান। ধাক্কা মেরে দিল আমাকে।” উত্তেজনা ছড়ায় এলাকায়। এলাকায় ঢোকে ক্যুইক রেসপন্স টিম। কেন্দ্রীয় বাহিনী গোয়ে পরিস্থিতি আয়ত্তে  আনার চেষ্টা করে।   ভয় কাটিয়ে ভোটারদের বুঝিয়ে বার করে আনেন জওয়ানরা। ফের তারা বুথে যান ভোট দিতে।

Advt

spot_img

Related articles

ডবল ইঞ্জিনের সরকারের বাংলা-বিদ্বেষ! বুধে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজপথে হাঁটবেন অভিষেকও

ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে বাংলাভাষী তথা বাঙালিদের চূড়ান্ত হেনস্থা। প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা...

কেন্দ্রীয় মন্ত্রী তাঁদের সম্প্রদায়ের, সেই বাঙালি মতুয়াদের হেনস্থা মহারাষ্ট্রে!

বিদ্বেষের রাজনীতিই অস্ত্র কেন্দ্রের বিজেপি সরকারের। আর এবার সেই অস্ত্রের কোপ এসে পড়ল কেন্দ্রীয় মন্ত্রীর সম্প্রদায়ের মানুষের উপর।...

বাঘ শুধু জাতীয় পশু নয়, আত্মার প্রতীক: ‘শের’-এর উদ্যোগে বাঘ দিবসে বার্তা সংরক্ষণের

প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে এগিয়ে এল সোসাইটি ফর হেরিটেজ এন্ড ইকোলজিক্যাল রিসার্চেস (শের)। এই সংগঠনের...

ভারী বৃষ্টি ও জলছাড়ে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি! জেলাভিত্তিক পর্যবেক্ষণে প্রশাসনের আধিকারিকরা 

ডিভিসি-র জল ছাড়ার সঙ্গে টানা ভারী বৃষ্টির জেরে রাজ্যের একাধিক জেলায় জলমগ্নতা ও বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষত...