প্রাণের পোষ্য চিকুর(Chikoo) মৃত্যুতে গভীরভাবে শোকাহত তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakranorty)। নিজের ফেসবুক একাউন্টে শনিবার রাত ৮টা নাগাদ পোষ্যর ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে দুঃসংবাদ ভাগ করে নেন মিমি।

পশুপ্রেমী মিমির অবসরের সঙ্গী ছিল চিকু। তার মৃত্যু সংবাদে ভক্তরাও শোকপ্রকাশ করে চিকুর আত্মার শান্তি কামনা করেছেন।
আরও পড়ুন- পঞ্চম দফার ভোট শান্তিপূর্ণই, দাবি নির্বাচন কমিশনের
