পঞ্চম দফার ভোট শান্তিপূর্ণই, দাবি নির্বাচন কমিশনের

করোনা আবহের মধ্যে নজিরবিহীন ম্যারাথন নির্বাচনে আজ, শনিবার রাজ্যে ছিল পঞ্চম দফার ৪৫ আসনে ভোট গ্রহণ। এই দফার ভোটগ্রহণ পর্ব শেষে এদিনের নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলেই জানাল নির্বাচন কমিশন।

পাশাপাশি, কমিশন সূত্রে জানা গিয়েছে এই পর্বে মোট ২২৪১টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে রয়েছে চাকদহের ৪৪ নং বুথের কাছ থেকে নির্দল প্রার্থী কৌশিক ভৌমিককে আগ্নেয়াস্ত্র-সহ আটকের অভিযোগও। এছাড়া শান্তিপুরের ঘটনায় ৩ জনকে ও গয়েশপুর কাণ্ডে ১২৩ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। গয়েশপুর কাণ্ডে ২৩ জনকে নির্দিষ্ট মামলায় এবং বাকিদেরকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয় বলেই জানিয়েছে কমিশন।

আরও পড়ুন- ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি, কুম্ভ মেলা নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ আইনজীবী

Advt

Previous articleশীতলকুচি বিতর্কের মাঝেই মন্তেশ্বরে কেন্দ্রীয় বাহিনীর লাঠির আঘাতে মাথা ফাটল তৃণমূল কর্মীর
Next articleপোষ্যর মৃত্যুতে শোকাহত মিমি