Saturday, November 22, 2025

মাস্ক না পরলেই জরিমানা ৫০০ টাকা, নিয়ম জারি করল রেল

Date:

Share post:

হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ । গত ২৪ ঘণ্টার দেশে ১৩০০ জনের মৃত্যু হয়েছে। মিউট্যান্ট স্ট্রেনে বাড়ছে সংক্রমণ, পাশাপাশি বাড়ছে মৃত্যু হারও। তাই মারণ রোগের রাশ টানতে নয়া নিয়ম চালু করল রেল কর্তৃপক্ষ। টিকিটের সঙ্গে সঙ্গে মাস্কও বাধ্যতামূলক করল রেল কর্তৃপক্ষ। মাস্ক না থাকলেই বড় অঙ্কের জরিমানা গুণতে হবে। এমনকি যেখানে সেখানে থুতু ফেললেও জরিমানার কথা ঘোষণা করেছে রেল তরফে।
গত বছর লকডাউন কেটে গেলেও দীর্ঘ সময় পর্যন্ত রেল পরিষেবা বন্ধ ছিল। প্রাথমিকভাবে কিছু ট্রেন চালানো হলেও নিয়মিত রেল পরিষেবা শুরু হতে অনেকটাই সময় নিয়েছিল রাজ্য সরকার। সংক্রমণের হার কমে আসার দরুণ নিয়মিত পরিষেবা চালু হয়। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। তাই রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মাস্ক না পরে স্টেশনে ঢোকা বা ট্রেনে ওঠা এবং যত্রতত্র থুতু ফেলায় যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা সঙ্কটের মুখে পড়ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রেল স্টেশনে ও ট্রেনে ভ্রমণের সময় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। আজ থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে ও আগামী ৬ মাস অবধি তা কার্যকর থাকবে।

এছাড়াও স্টেশনে স্টেশনে মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস ইত্যাদি বিক্রির স্টলও দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, এই মুহূর্তে দৈনিক ১৪০২টি বিশেষ ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। এছাড়াও আরও ২৮টি বিশেষ ট্রেনও চালানো হচ্ছে। এছাড়া মধ্য রেলওয়ের উপর থেকে চাপ কমাতে এপ্রিল-মে মাসে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advt

spot_img

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...