বদ্ধ জায়গায় যে কোনও জমায়েত ২ মাস নিষিদ্ধ, প্রস্তাব কোভিড টাস্ক ফোর্সের

দেশে সংক্রমণ রুখতে নতুন প্রস্তাব দিয়েছে ল্যানসেট কোভিড-১৯ কমিশনের ইন্ডিয়া টাস্ক ফোর্স ৷ সংক্রমণে রাশ টানতে টাস্ক ফোর্সের প্রস্তাব,

◾কমপক্ষে ২ মাসের জন্য বদ্ধ জায়গায় সব ধরনের জমায়েত বন্ধ রাখতে হবে৷

◾সব ধরনের রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক জমায়েতও বন্ধ রাখার প্রস্তাব করেছে এই টাস্ক ফোর্স ৷

◾কোথাও যেন ১০ জনের বেশি জমায়েত না হয়।

◾যে সব জায়গায় ৫০ জনের বেশি জমায়েত হতে পারে সেখানেই এই নিষেধাজ্ঞা বলবৎ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

◾সম্প্রতি কুম্ভ মেলায় জমায়েত ঘিরে শুরু হয়েছে সমালোচনা। বাংলায় বিধানসভা নির্বাচন চলছে। বিয়ে, সিনেমা হল ও খেলাধুলোর মতো ঘটনাও রয়েছে। যে সব জায়গায় জমায়েত হয়েছে, সেখান থেকে ফেরা ব্যক্তিদের নজরে রাখা হোক।

◾এই ধরনের জমায়েত থেকে অনেক দ্রুত সংক্রমণ ছড়ানোর আশঙ্কার কথা জানিয়েছে এই টাস্ক ফোর্স ।

◾টাস্ক ফোর্স বলেছে, সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে এর বাইরে কোনও উপায় নেই।

এ ছাড়াও

◾করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো,

◾আক্রান্তদের উৎস খোঁজা,

◾ তাঁদের নিভৃতবাসে রাখা,

◾টিকাকরণের সংখ্যা বাড়ানোর প্রস্তাবও দিয়েছে ল্যানসেট কোভিড ১৯ কমিশনের ইন্ডিয়া টাস্ক ফোর্স।

Advt

Previous articleমাস্ক না পরলেই জরিমানা ৫০০ টাকা, নিয়ম জারি করল রেল
Next articleকামারহাটিতে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপ্যাধ্যায়ের উপরে হামলার অভিযোগ