Sunday, January 11, 2026

অতিমারির জের, স্থগিত জেইই মেইন-এর পরীক্ষা

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই আতঙ্কে ভুগছে গোটা দেশ। একদিকে ভোট প্রচার, অন্যদিকে জমায়েতের কারণে লাফিয়ে বাড়ছে সংক্রমণের হার। এই আবহে সবথেকে ক্ষতিগ্রস্থ হচ্ছে পড়ুয়ারা। দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধের পর বিভিন্ন পরীক্ষা পিছিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এবার করোনার জেরে কার্যত বাতিল হয়ে গেল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা  (জেইই মেইন) পরীক্ষা। এপ্রিল মাসেই এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল এই পরীক্ষা স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন।

টুইটারে রমেশ লেখেন, ‘আমি আবারও বলতে চাই, ছাত্রছাত্রীদের শারীরিক ভাবে সুস্থ থাকা এবং তাদের ভবিষ্যতে শিক্ষায় যাতে কোনও বাধা না আসে, সেটাই এই মুহূর্তে আমাদের কাছে সব চেয়ে গুরুত্বপূর্ণ। কবে পরীক্ষা হবে, তা শীঘ্রই জানানো হবে। দিনক্ষণ ঘোষণা এবং পরীক্ষার মধ্যে ১৫ দিনের ব্যবধান থাকবে’।

অতিমারির জেরে এর আগেও বাতিল হয়েছে একাধিক পরীক্ষা। মহারাষ্ট্রে দ্বাদশ ও দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা বাতিল করা হয়। এরপরও কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে বাতিল হয়েছে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষাও। এপ্রিল মাসের ২৭,২৮,২৯,৩০ তারিখ এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠক করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল জানান, আপাতত ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা  পরীক্ষা স্থগিত  রাখা হল। কবে পরীক্ষা হবে তা জানাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

Advt

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...