Friday, January 2, 2026

‘করোনা মোকাবিলায় সকলকে একজোট হয়ে লড়তে হবে’, টুইট করলেন স্বাস্থ্য মন্ত্রী

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই দেশের অবস্থা ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। এই কঠিন সময়ে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী টুইট করে জানান, ‘করোনা মোকাবিলায় সকলকে একজোট হয়ে লড়তে হবে।এটাই এগিয়ে যাওয়ার একমাত্র উপায়’।
দিনে যত এগোচ্ছে ততই ভয়াবহ আকার ধারণ করছে করোনা।দেশজুড়ে চলছে ফের শুরু হয়েছে করোনা আতঙ্ক।ইতিমধ্যেই জায়গায় জায়গায় নাইট কার্ফু জারি করা হয়েছে। গোটা মহারাষ্ট্র জুড়ে চলছে লকডাউন। সঙ্কটকালীন এই মূহুর্তে আজ, রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন লেখেন, “কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য রাজ্যগুলিকে সবরকমভাবে সাহায্য করা হচ্ছে। এর মধ্যে রয়েছে রেমডিসিভিরের উৎপাদন ও জোগান দ্বিগুণ করা, অক্সিজেন সরবরাহ স্বাভাবিক রাখা, ভ্যাকসিনের নিয়মিত জোগান এবং স্বাস্থ্য পরিষেবা বৃদ্ধি।“ টুইটে তিনি আরও জানান, “অস্থায়ী হাসপাতাল তৈরি করার পাশাপাশি বেডের সংখ্যা বাড়ানো হবে। কেন্দ্রের অধীনে হাসপাতালগুলিতে কয়েকটি ওয়ার্ড তৈরি করে কোভিড বেডের সংখ্যা বাড়ানো হবে। কেন্দ্রের অধীনস্থ হাসপাতালগুলিতে কয়েকটি ওয়ার্ড শুধু কোভিড রোগীদের জন্য বরাদ্দ করা হচ্ছে। কয়েকটি রাজ্যকে অতিরিক্ত ভেন্টিলেটর দেবে কেন্দ্রীয় সরকার’ ।


এদিকে মধ্যপ্রদেশের শাহডোল মেডিকাল কলেজে অক্সিজেনের অভাবে ৬ রোগীর মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। অন্যদিকে দিল্লিতেও করোনার পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। সেখানে মাত্র ১০০ টি আইসিইউ বেড রয়েছে। নেই পর্যাপ্ত অক্সিজেনও। এই পরিস্থিতির কথা জানিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অক্সিজেন পাঠানোর আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল।

Advt

spot_img

Related articles

দেশে বাড়ছে বার্ড ফ্লু, একাধিক রাজ্যে সর্তকতা জারি

শীত বাড়তেই না বাড়তেই চওড়া হচ্ছে বার্ড ফ্লুর থাবা। দেশের একাধিক রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েক...

যোগীরাজ্যে সরকারি হাসপাতালে নার্সিং ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে!

বিজেপি রাজ্য মানেই মহিলারা সেখানে অসুরক্ষিত, ডবল ইঞ্জিন সরকার মানেই নারী নিরাপত্তা তলানিতে- ফের প্রমাণ করলো উত্তরপ্রদেশ (Uttar...

উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

বছরের শুরু থেকেই শীতের (winter) আমেজ একটু একটু করে কমতে শুরু করেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও তাপমাত্রার...

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...