হায়দরাবাদে টি-২০ বিশ্বকাপের ম‍্যাচ পেয়ে টুইট আজহারের

টি-২০ বিশ্বকাপের (t-20 world cup) ম‍্যাচ পেয়ে আপ্লুত হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রসিডেন্ট মহম্মদ আজহারউদ্দিন( mohammad azharuddin)। চলতি বছর অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিত বসতে চলেছে টি-২০ বিশ্বকাপ। তার জন‍্য ৯ টি ভ‍্যেনু ঠিক করেছে বিসিসিআই।

প্রথম বার হায়দরবাদে বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হতে চলেছে। যার ফলে স্বভাবতই আপ্লুত সংস্থার প্রধান মহম্মদ আজহারউদ্দিন। এদিন টুইটারে আজহার লেখেন, “হায়দরবাদের ক্রিকেট ভক্ত ও আমাদের সংস্থার জন্য দারুণ খবর। এই প্রথম বার আমাদের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হবে।”

টি-২০ বিশ্বকাপের জন্য বিসিসিআই ইতিমধ্যেই দেশের ৯টি স্টেডিয়াম বেছে নিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত করা হবে টি-২০ ফাইনাল।

আরও পড়ুন:হায়দরাবাদ ম‍্যাচে রেকর্ড গড়লেন রোহিত, পিছনে ফেলে দিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে

Advt

Previous article‘করোনা মোকাবিলায় সকলকে একজোট হয়ে লড়তে হবে’, টুইট করলেন স্বাস্থ্য মন্ত্রী
Next article২৪ ঘণ্টার জন্য সায়ন্তন বসু এবং সুজাতা মণ্ডল খাঁয়ের ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি কমিশনের