শনিবার সানরাইজার্স হায়দরাবাদের( sunrisers hyderabad) বিরুদ্ধে ১৩ রানে জয় পায় মুম্বই ইন্ডিয়ান্স( mumbai indiance)। এখনও পর্যন্ত চলতি আইপিএলে ( ipl) একটাও জয় পায়নি হায়দরাবাদ। তাই হায়দরাবাদের বিরুদ্ধে সহজে জয় মিলবে না তা বুঝে ছিলেন রোহিত শর্মা( rohit sharma)। সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন মুম্বই অধিনায়ক।

এদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,”দারুণ কাজ করল বোলাররা। জানতাম জয় সহজ হবে না। এই পিচে ভাল বল করলে রান করা কঠিন। এই পিচে ১৫০ ভাল রান। রাহুল চতুর্থ ওভারে স্পিন পাচ্ছিল। পিচের মন্থরতা ব্যাটসম্যানের জন্য কঠিন করে দেয় রান করা। একজন ব্যাটসম্যান শুরু থেকে শেষ পর্যন্ত খেলবে, সেটাই দরকার হয়। কিন্তু এটা এখানে এখনও অবধি কোনও দলই করতে পারেনি।”

এরপাশাপাশি হার্দিকেরও প্রশংসা করেন রোহিত। হার্দিক প্রসঙ্গে তিনি বলেন,” শনিবার মুম্বইয়ের হয়ে দারুণ ফিল্ডিং করেন হার্দিক পান্ডিয়া। দারুণ ফিল্ডিং করেছে দল। আমরা গর্ববোধ করতেই পারি এটার জন্য। রান আউট এবং ক্যাচ সবই দুর্দান্ত।”

আরও পড়ুন:কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা, জোড়া গোল মেসির
