করোনার টিকা না পাওয়ায় ধুন্ধুমার মধ্যমগ্রামে

করোনার টিকা না পাওয়ায় বিক্ষোভে সামিল হলেন কয়েক হাজার মানুষ । সোমবার উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে।এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়
যদিও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, দেরি করে আসায় আবেদনকারীদের টিকা দেওয়া যায়নি।
মধ্যমগ্রাম পৌর এলাকার বাসিন্দারা করোনার টিকা নেওয়ার জন্য বেশির ভাগই মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে যাচ্ছেন। হাসপাতালের পক্ষ থেকে প্রতিদিন সাড়ে 300 থেকে 400 জনকে টিকা দেওয়া হচ্ছে। গত দু-তিন দিনে করোনার টিকা নিতে আসা মানুষের সংখ্যা কয়েক গুণ বেড়ে গিয়েছে হলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ । স্বাভাবিকভাবে চাহিদামতো হাসপাতাল কর্তৃপক্ষ টিকা দিতে পারছে না। আর তা নিয়েই বাড়ছে ক্ষোভ। ‌
সোমবার সকালে বিভিন্ন এলাকা থেকে কয়েকশো মানুষ মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে টিকা নিতে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম আসা 400 জনকে একটি করে কুপন দিয়ে দেয়। ‌ তখন দেখা যায়, বহু মানুষ সেই কুপন পাননি। হাসপাতালের পক্ষ থেকে যাঁরা কুপন পাননি, তাঁদের বলা হয় পরের দিন আসতে। কিন্তু তাঁরা রাজি হননি। আজই টিকা দিতে হবে, এই দাবি তুলে তাঁরা হাসপাতালে গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। ‌ তাতে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন 400 জনের বেশি মানুষকে টিকা দেওয়া সম্ভব নয়। কারণ হাসপাতালে যথেষ্ট সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নেই। 400 জনের পড়ে যারা ছিলেন, তাঁদের টিকা দেওয়া যায়নি।

Advt

Previous articleবিজেপির স্বার্থে জীবন নিয়ে খেলো না: একদফায় নির্বাচন চেয়ে কমিশনকে আর্জি মমতার
Next articleলাগামছাড়া করোনা সংক্রমণ, আজ থেকেই দিল্লিতে জারি লকডাউন