Tuesday, November 11, 2025

ফের বদল রাজ্য পুলিশে, বীরভূমের SP-র দায়িত্বে নগেন্দ্র ত্রিপাঠি

Date:

ফের রদবদল রাজ্য পুলিশে৷ কমিশন এবার বদল করলো পূর্ব বর্ধমান, বীরভূমের পুলিশ সুপারদের। বদলানো হলো আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনারকেও। তাৎপর্যপূর্ণভাবে বীরভূমের (Birbhum) পুলিশ সুপারের (SP) পদে আনা হয়েছে নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক নগেন্দ্রনাথ ত্রিপাঠিকে (Nagendra nath Tripathi)।

দ্বিতীয় দফার ভোটে হাইভোল্টেজ নন্দীগ্রামে নিজের দায়িত্ব পালনে সক্রিয় ছিলেন ত্রিপাঠি। ভোট শান্তিতে করতে আত্মবিশ্বাসের সঙ্গে সেদিন জানিয়েছিলেন, ‘খাকি উর্দিতে তিনি কোনও দাগ লাগতে দেবেন না’। ওই নগেন্দ্র ত্রিপাঠিকেই কমিশন এবার পাঠিয়েছে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) জেলা বীরভূমের SP পদের দায়িত্বে৷ ভোটপর্বের শুরুতেই নির্বাচন কমিশন বীরভূমের SP শ্যাম সিংকে বদলি করে৷ ওই পদে আনা হয়েছিল মিরাজ খালিদকে। ভোটের শেষলগ্নে এসে ফের এই পদে বদল করল কমিশন। মিরাজ খালিদকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল IPS নগেন্দ্র ত্রিপাঠিকে। রাজনৈতিক মহলের ধারনা এই সিদ্ধান্তে স্পষ্ট হয়েছে, উত্তেজনাপ্রবণ বীরভূমকে এবারের ভোটে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে৷ বীরভূমের ১১টি কেন্দ্রে ভোট হবে শেষদফায়, ২৯ এপ্রিল।

এদিকে, পূর্ব বর্ধমানের ৮টি কেন্দ্রে ভোট আগামী ২২ তারিখ। তার আগে সেখানেও পুলিশ সুপার বদলি করা হলো। ভাস্কর মুখোপাধ্যায়ের বদলে দায়িত্বে আনা হয়েছে অজিত কুমার যাদবকে। পাশাপাশি, আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেটের CP ছিলেন সুকেশ জৈন। তাঁর বদলে এলেন মিতেশ জৈন। এখানে ভোট সপ্তম দফায়, ২৬ তারিখ। বোলপুরের নতুন এসডিপিও (SDPO) হলেন নাগরাজ দেবরাকোন্দা

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...
Exit mobile version