Saturday, May 3, 2025

গ্রীষ্মকালীন রক্ত সংকট নতুন কিছু নয়। প্রতিবছরই গরমকালে রক্তের চাহিদা বাড়ে, আর সে তুলনায় জোগান কমে। ফি বছরের এই ছবিটাকে পাল্টে দিতে এবার উদ্যোগী হল বাঁকুড়া পৌর এলাকার রাজগ্রামের অল স্টুডেন্টস ক্লাব। রীগ্যাল ক্লাব ও বাসুলীমাতা ক্লাবের আন্তরিক সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করেছে তাঁরা। বর্তমান কোভিড পরিস্থিতি মাথায় রেখে মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, সার্জিক্যাল ক্যাপ সব কিছুর ব্যবস্থা করা হয়েছিলো উদ্যোক্তাদের তরফ থেকে, এককথায় করোনা বিধি মেনেই আয়োজন করা হয় এই রক্তদান শিবির। এদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে নারী পুরুষ মিলে মোট ৩৫ জন রক্তদাতা তাঁদের রক্তদান করেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষ। এই শিবিরের মূল উদ্যোক্তা ক্লাবের আহ্বায়ক রাহুল দত্ত জানান, বর্তমান অতিমারির সময়ে হসপিটালে তীব্র রক্ত সংকট দেখা দেওয়ায় এবং থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে তাঁদের এই রক্তদান শিবিরের আয়োজন। রক্তদান শিবির সফল করে তোলার জন্য তিনি রক্তদাতা ও সকল মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, “মার্চ এপ্রিল মে জুন, এই চার মাসে খুব কম পরিমাণ রক্তদান শিবিরের আয়োজন হয়ে থাকে জেলায়। এরজন্য গ্রীষ্মকালে একটা কৃত্রিম রক্ত সংকট তৈরি হয়। সেই পরিস্থিতি যাতে না হয় তার জন্য এবছর সারা রাজ্যে à§§à§­,৬৮৮ বোতল রক্ত সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাঁকুড়ায় মোট ৩৫২ টি রক্তদান শিবিরের আয়োজন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । এজন্য ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প, বিভিন্ন ক্লাব, সমাজসেবী সংস্থা, সরকারি হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র, বিডিও, মহকুমা শাসক, পুলিশ সুপারের অফিস থেকে থানা -সকলের কাছে অনুরোধ করা হয়েছে। যে কোনও রক্তদান শিবিরে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।

আরও পড়ুন- কলকাতায় আর কোনও বড় জনসভা করবেন না, কোভিড পরিস্থিতিতে সাফ জানালেন মমতা

Related articles

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...
Exit mobile version