Saturday, August 23, 2025

মমতার ফোনে আড়িপাতা, লকেট- অমিত মালব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূলের

Date:

মুখ্যমন্ত্রীর ফোনে অবৈধভাবে আড়িপাতার অপরাধে এবার থানায় দায়ের হল অভিযোগ।

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (LOCKET) এবং দলের আইটি সেলের প্রধান অমিত মালব্যর (AMIT) বিরুদ্ধে কালীঘাট থানায় রবিবার
অভিযোগে দায়ের হয়েছে৷ এই দুই বিজেপি (BJP) নেতানেত্রীর বিরুদ্ধে অভিযোগ, তাঁরা মুখ্যমন্ত্রীর ফোন অবৈধভাবে ট্যাপ করেছেন৷ টেলিগ্রাফ আইন এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা গ্রহণ করেছে কালীঘাট থানা৷ অভিযোগ করেছেন কসবার এক মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী।

প্রসঙ্গত, ‘অভিযুক্ত’ এই দুই বিজেপি নেতানেত্রীই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর সেই অডিও ক্লিপ প্রকাশ করেছিলেন৷ তাই এদের বিরুদ্ধেই অভিযোগ জানিয়েছেন ওই তৃণমূল কংগ্রেস কর্মী। তাঁর অভিযোগ, অমিত মালব্য এবং লকেট চট্টোপাধ্যায় অবৈধভাবে মমতার ফোনে আড়ি পেতেছেন। মহিলার এই অভিযোগের ভিত্তিতে লকেট এবং অমিতের বিরুদ্ধে টেলিগ্রাফ আইন এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে কালীঘাট থানার পুলিশ।

ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে
শীতলকুচি কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভাপতি পার্থপ্রতিম রায়ের মধ্যে টেলিফোনে কথাবার্তা শোনা যায়।
অভিযোগকারী বলেছেন, এভাবে কারও ফোনালাপ ট্যাপ করা এবং তার অংশবিশেষ শুনিয়ে কাউকে প্রভাবিত করার চেষ্টা অপরাধ। সে কারনেই তিনি থানায় অভিযোগ জানিয়েছেন। শনিবার মমতার ফোনে আড়িপাতার অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধিদল। কমিশনে দায়ের করা অভিযোগে তৃণমূল কংগ্রেসের দাবি, মমতার ফোন বিজেপি নেতারা অবৈধভাবে ট্যাপ করছেন।

আরও পড়ুন:গরমে রক্তসঙ্কট তুঙ্গে, এগিয়ে এলো অল স্টুডেন্টস ক্লাব

প্রসঙ্গত, গত শুক্রবার বিজেপি IT সেলের প্রধান অমিত মালব্য এবং হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় এক সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অডিও ক্লিপ প্রকাশ করেন। ওই অডিও ক্লিপে শীতলকুচির তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থপ্রতিম রায়ের সঙ্গে কথা বলতে শোনা যায় মমতাকে। অবশ্য এই অডিও টেপের সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব বাংলা সংবাদ’৷

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version