Sunday, August 24, 2025

গ্রীষ্মকালীন রক্ত সংকট নতুন কিছু নয়। প্রতিবছরই গরমকালে রক্তের চাহিদা বাড়ে, আর সে তুলনায় জোগান কমে। ফি বছরের এই ছবিটাকে পাল্টে দিতে এবার উদ্যোগী হল বাঁকুড়া পৌর এলাকার রাজগ্রামের অল স্টুডেন্টস ক্লাব। রীগ্যাল ক্লাব ও বাসুলীমাতা ক্লাবের আন্তরিক সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করেছে তাঁরা। বর্তমান কোভিড পরিস্থিতি মাথায় রেখে মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, সার্জিক্যাল ক্যাপ সব কিছুর ব্যবস্থা করা হয়েছিলো উদ্যোক্তাদের তরফ থেকে, এককথায় করোনা বিধি মেনেই আয়োজন করা হয় এই রক্তদান শিবির। এদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে নারী পুরুষ মিলে মোট ৩৫ জন রক্তদাতা তাঁদের রক্তদান করেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষ। এই শিবিরের মূল উদ্যোক্তা ক্লাবের আহ্বায়ক রাহুল দত্ত জানান, বর্তমান অতিমারির সময়ে হসপিটালে তীব্র রক্ত সংকট দেখা দেওয়ায় এবং থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে তাঁদের এই রক্তদান শিবিরের আয়োজন। রক্তদান শিবির সফল করে তোলার জন্য তিনি রক্তদাতা ও সকল মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, “মার্চ এপ্রিল মে জুন, এই চার মাসে খুব কম পরিমাণ রক্তদান শিবিরের আয়োজন হয়ে থাকে জেলায়। এরজন্য গ্রীষ্মকালে একটা কৃত্রিম রক্ত সংকট তৈরি হয়। সেই পরিস্থিতি যাতে না হয় তার জন্য এবছর সারা রাজ্যে ১৭,৬৮৮ বোতল রক্ত সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাঁকুড়ায় মোট ৩৫২ টি রক্তদান শিবিরের আয়োজন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । এজন্য ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প, বিভিন্ন ক্লাব, সমাজসেবী সংস্থা, সরকারি হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র, বিডিও, মহকুমা শাসক, পুলিশ সুপারের অফিস থেকে থানা -সকলের কাছে অনুরোধ করা হয়েছে। যে কোনও রক্তদান শিবিরে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।

আরও পড়ুন- কলকাতায় আর কোনও বড় জনসভা করবেন না, কোভিড পরিস্থিতিতে সাফ জানালেন মমতা

Related articles

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...
Exit mobile version