Wednesday, August 27, 2025

করোনা রুখতে মরিয়া রাজ্য সরকার। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এহেন পরিস্থিতিতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে রাজ্যপাল জগদীপ ধনকড়কে রাজভবনে গিয়ে জানিয়ে আসলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে ৪৫ মিনিট বৈঠক করেন মুখ্যসচিব। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিয়েছে সেই সমস্ত কথা রাজ্যপালকে জানান আলাপন। এছাড়াও পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতাল ও বেসরকারি হাসপাতালগুলিতে শয্যার সংখ্যা বাড়ানো এবং ভ্যাকসিন ও ওষুধের অপর্য্যপ্ততার কথা মুখ্যসচিব রাজ্যপালকে জানিয়েছেন। ওষুধ এবং ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতেও ধনকড়কে আর্জি জানিয়েছেন আলাপন। এদিন মুখ্যসচিব রাজভবনে যাওয়ার আগে রাজ্যপাল বলেন, “করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা এখন জানতে পারলাম না মুখ্য সচিবের কাছ থেকে।”

আরও পড়ুন-গায়ের জোরে নয়, ভালোবেসে মানুষের কথা ভেবে কাজ করতে হয় : মমতা

সোমবার সকালে প্রথম টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘ভারতে করোনা সংক্রমণের ব্যাপক বৃদ্ধির মধ্যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের জনগণকে রক্ষা করার জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আমি প্রধানমন্ত্রীর কাছে অতিরিক্ত ওষুধ ও টিকা দিয়ে সাহায্য করার আর্জি জানিয়েছি।’ দ্বিতীয় টুইটে মমতা লেখেন, ‘পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে প্রতিটি স্তরে মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমি সব উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দিয়েছি। রাজ্যের মুখ্যসচিব ও অন্যান্য আমলা দুপুর ২টোয় সাংবাদিক বৈঠক করে সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন।’

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version