Monday, August 25, 2025

১৮ থেকেই নেওয়া যাবে ভ্যাকসিন, প্রবল চাপের মুখে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের

Date:

করোনার (Gotona) দ্বিতীয় ঢেউ (Second Wave) আছড়ে পড়ছে গোটা দেশজুড়ে। মহামারি মোকাবিলায় নেই পর্যাপ্ত ভ্যাকসিন (Vaxin)। বরং, টিকা বিদেশে রপ্তানি করে নাম কিনতেই ব্যস্ত প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Jodi)। যা নিয়ে প্রবল সমালোচনার মুখে মোদি। করোনা ভয়ঙ্কর আকার নিচ্ছে, আবার শুরু হয়েছে মৃত্যু মিছিল। অভিযোগ, সেদিকে নজর না দিয়ে মোদি এখন বাংলা দখলের স্বপ্নে মশগুল।

এবার চাপের মুখে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। কতটা ফলপ্রসূ হবে সেটা সময় বলবে, তবে ১৮ বছর থেকেই নেওয়া যাবে কোভিড ভ্যাকসিন, এমনটাই জানিয়েছে কেন্দ্র।এর আগে ৪৫ বছরের ঊর্ধ্বে যাদের বয়স ছিল তাঁরাই কেবলমাত্র ভ্যাকসিন নিতে পারছিলেন। এবার, নতুন প্রজন্মকেও দেওয়া হবে ভ্যাকসিন।

প্রসঙ্গত, বিশেষজ্ঞরা বারবার করে জানাচ্ছিলেন, করোনার ডবল মিউটেন্টের পর সবচেয়ে বেশি ক্ষতি করছে নতুন প্রজন্মকে। সমীক্ষা বলছে করোনার কবলে পড়েছে মূলত ১৫ থেকে ৪৫ বছরের মানুষ। অন্যদিকে, ছাড় পাচ্ছে না সদ্যোজাতোরাও। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বেশ কিছুদিন ধরে কেন্দ্রের কাছে আবেদন করেন, যাতে ১৮ বছরের পর থেকেই ভ্যাকসিন দেওয়া হয়। সেই পথেই এবার হাঁটল কেন্দ্র।

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version