উন্মাদের মতো আচরণ করছে নির্বাচন কমিশন, কটাক্ষ মহুয়া মৈত্রর

সারা দেশের মতোই এ রাজ্যেও করোনার বাড়বাড়ন্ত চরমে পৌঁছচ্ছে।  এ অবস্থায় বাকি তিনদফার ভোট একদিনে সেরে ফেলার দাবি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী (chief minister mamata banerjee)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই আটদফায় ভোট করানোর পক্ষপাতী ছিলেন না। কিন্তু নির্বাচন কমিশন (election commission) সেসব কিছুতেই কর্ণপাত করেনি। আর এখন করোনা পরিস্থিতি লাগামছাড়া হতে চলেছে। এই অবস্থাতেও নিজেদের সিদ্ধান্তে অনড় কমিশন। বাকি তিনদফা ভোটকেও এক দফায় আনতে রাজি নয় তারা।  এই প্রেক্ষিতে  এদিন নিজের ট্যুইটার  হ্যান্ডলে  কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তিনি নির্বাচন কমিশনকে উন্মাদ বলে কটাক্ষ করেছেন। নির্বাচন নিয়ে বিজেপি  ও নির্বাচন কমিশনকে  একযোগে আক্রমণ করে ট্যুইট করেছেন মহুয়া।  তৃণমূল সাংসদ লিখেছেন, ‘কেন নির্বাচন কমিশন আমাদের মারার জন্য নরক তৈরি করছে? কেন মহামারী আইন চালু এবং একসঙ্গে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হল না? ভোটারদের জীবনের থেকে বিজেপি প্রার্থীদের প্রচারের অধিকার বেশি জরুরি? উন্মাদের মতো আচরণ করছে নির্বাচন কমিশন।’

Advt

Advt

Previous article‘মাস্ক পরুন, সতর্ক থাকুন’, কাঁধে মাইক নিয়ে করোনা সচেতনতার অভিনব প্রচার
Next articleভোটের মধ্যেই করোনার বিরুদ্ধে যুদ্ধে নামলো মমতার সরকার, ২ হাজার শয্যার সেফ হোম