Monday, August 25, 2025

নারদ এবং সারদা মামলায় যেভাবে বিজেপি (Bjp) নেতা তথা প্রার্থী মুকুল রায়ের (Mukul Roy) নাম জড়িয়েছে তাতে তাঁর জেলে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। দরকারে তাঁর সঙ্গে দেখা করতে কি প্রেসিডেন্সি জেলে যাবেন? কৃষ্ণনগর উত্তর দলীয় প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের (Kaushani Mukherjee) সমর্থনে সাংবাদিক বৈঠক থেকে এই প্রশ্ন তুললেন তৃণমূল (Tmc) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, যত রকমের দুর্নীতি আছে তার সবের সঙ্গেই জড়িত বিজেপি প্রার্থী মুকুল রায়। মুকুল রায়ের টাকা নেওয়ার বিষয়ে সিএমএম-কে লেখা সারদাকর্তা সুদীপ্ত সেনের চিঠিও নথি হিসেবে দেখান কুণাল। তিনি বলেন, কৌশানি একজন স্বচ্ছ ভাবমূর্তির তরুণ প্রজন্মের প্রতীক। এই নির্বাচনে তিনি 20 হাজারের ব্যবধানে জিতবেন বলে দাবি করেন কুণাল ঘোষ। একজন নারী হিসেবে মহিলাদের সমস্যা কৌশানির কাছে গুরুত্ব পাবে। এক্ষেত্রে তৃণমূলের কর্মী সমর্থকদের পাশাপাশি আদি বিজেপি এবং কংগ্রেসের কর্মী-সমর্থকদেরও কৌশানিকে ভোট দেওয়ার আহ্বান জানান কুণাল।

কুণাল বলেন, 2014 ভোট প্রচারে এসে বিজেপির কেন্দ্রীয় নেতারা মুকুল রায়কে “ভাগ মুকুল ভাগ” বলে কটাক্ষ করেছিলেন। নারদে মুকুল রায়ের টাকা নেওয়ার ভিডিও ক্লিপিংস দেখিয়ে ছিলেন। আর সেই মুকুল এখন তাঁদের প্রার্থী- এটা আদি বিজেপি কর্মীদের পক্ষে মেনে নেওয়াটা কঠিন।

ষষ্ঠ দফার ভোট প্রচারের সোমবার শেষ দিন। কৌশানি মুখোপাধ্যায়ের সমর্থনে সকাল একটি জনসভার পরে দুপুরে প্রার্থীকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল মুখপাত্র। ভিড় ঠাসা বৈঠকে সাংবাদিকরা কংগ্রেস প্রার্থী শিলভি দাসের সম্পর্কে জানতে চাইলে কুণাল বলেন, “তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। একজন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে তাঁকে সম্মান করি। কিন্তু তাঁকেও বলব, বাংলার উন্নয়নের স্বার্থে এবার ভোটটা কৌশানিকে দিতে। কারণ, তৃতীয় হওয়ার থেকে যিনি জিতবেন, সেই তৃণমূল প্রার্থীকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন করাটা বেশি জরুরি”।

সাংবাদিক বৈঠকে কৌশানিও বলেন, জেতার পর এলাকাতেই বিধায়কের অফিস খুলবেন তিনি। যে কোন দরকারে তাকে পাশে পাবেন স্থানীয় বাসিন্দারা জেতার পর এলাকার উন্নয়নে কী কী কাজ করবেন তার রূপরেখা জানান কৌশানি।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version