Wednesday, August 27, 2025

মৃত্যু হলেও ৫০ লক্ষের বিমা বন্ধ করোনা যোদ্ধাদের, “অমানবিক” সিদ্ধান্ত মোদি সরকারের

Date:

কথা দিয়েও তা রাখেন না। সব প্রতিশ্রুতি “জুমলা”, দীর্ঘদিন ধরে বিরোধীদের এমন অভিযোগে বিদ্ধ নরেন্দ্র মোদি (Narendra Modi)ও তাঁর সরকার। এবার ফের অভিযোগই যেন প্রমাণ হতে চলেছে। এখন থেকে মহামারির (Pendamic) বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করা কোভিড যোদ্ধারা (Movie Warriors) আর কেন্দ্রের ঘোষিত ৫০ লক্ষের বিমা (Corona Insurance) পাবেন না। করোনা যোদ্ধার মৃত্যু ঘটলে পরিবার নুন্যতম সাহায্য থেকে বঞ্চিত হবেন।

প্রসঙ্গত, গত বছর লকডাউনের পর চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার জীবনবিমার প্রকল্প চালু করেছিল কেন্দ্র। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের (Pradhan Mantri Garib Kalyan Package) আওতায় এই বিমা পরিষেবা চালু করা হয়েছিল। এবার তা বন্ধ করা হলো। করোনা মোকাবিলায় লড়াইয়ে কোনও চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে দেওয়া হত ৫০ লক্ষ টাকা সাহায্য। নিকাশি কর্মী ও আশা কর্মীদেরও এই প্রকল্পের আওতায় আনা হয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, এখনও পর্যন্ত গোটা দেশে মোট ২৮৭ জন করোনা যোদ্ধার পরিবার এই প্রকল্পের সুবিধা পেয়েছে। তবে, এবার থেকে আর সেই সাহায্য পাবে না মৃত করোনা যোদ্ধাদের পরিবার।

গত বছর, অর্থাৎ ২০২০ সালের ৩০ মার্চ থেকে প্রথমে ৩ মাসের জন্য এই বিমা চালু হয়। পরে মেয়াদ বাড়িয়ে ২০২১ সালের ২৪ মার্চ করা হয়। অর্থাৎ, ২৪ মার্চের আগে কোনও করোনা যোদ্ধার মৃত্যু হলে তাঁর পরিবার বিমার টাকা পাবেন। এবং ২৪ এপ্রিল পর্যন্ত নথি জমা করা যাবে। তারপর থেকে আর এই সুবিধা মিলবে না।,

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ সম্প্রতি রাজ্যেগুলির মুখ্যসচিবদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের জীবনবিমা প্রকল্পের মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। তবে নতুন করে করোনা যোদ্ধাদের জন্য পরিকল্পনা করা হচ্ছে কেন্দ্রের তরফে তেমনটাই জানিয়েছেন। কিন্তু এই ভয়ঙ্কর করোনা কালে নতুন প্রকল্প ঘোষণার আগে বিমার মেয়াদ না বাড়িয়ে কেন্দ্রের এমন সিদ্ধান্তকে “অমানবিক” বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version