ফের বড় ধাক্কা শেয়ারবাজারে, ৮৮২ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৪৭,৯৪৯.৪২ (⬇️ -১.৮১%)

🔹নিফটি ১৪,৩৫৯.৪৫ (⬇️ -১.৭৭%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির প্রভাব ফের নেমে এলো দেশের শেয়ারবাজারে। গত কয়েকদিন ধরে টালমাটাল পরিস্থিতির পর সোমবার ফের বড় ধাক্কা খেলো দেশের শেয়ারবাজার। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল ৮৮২ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। টানা যেভাবে শেয়ার বাজারে পতন ঘটছে তাতে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। যদিও পরিস্থিতি সামাল দিয়ে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:ফের বদল রাজ্য পুলিশে, বীরভূমের SP-র দায়িত্বে নগেন্দ্র ত্রিপাঠি

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৮৮২.৬১ পয়েন্ট বা -১.৮১ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৪৭,৯৪৯.৪২। এনএসই নিফটি (NSE Nifty) নেমেছে -২৫৮.৪০ পয়েন্ট বা -১.৭৭ শতাংশ নেমে হয়েছে ১৪,৩৫৯.৪৫। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

Advt

Previous articleফের বদল রাজ্য পুলিশে, বীরভূমের SP-র দায়িত্বে নগেন্দ্র ত্রিপাঠি
Next articleকরোনার হাত থেকে বাঁচতে হলে একাধিক মাস্ক পরা জরুরি, জানাচ্ছেন বিশেষজ্ঞরা