Wednesday, May 14, 2025

জয় শ্রীরাম” না বলায় মা-হারা অসহায় বালককে বেধড়ক মার বিজেপি নেত্রীর স্বামীর

Date:

Share post:

বয়স মাত্র ৯! রাজনীতির কূটকচালি বোঝে না। বছর কয়েক আগে মা-কে চিরতরে হারিয়েছে। স্ত্রী’র আকস্মিক মৃত্যুর পর বাবা মানসিকভাবে অসুস্থ। কার্যত “অনাথ” শিশুর মতো রাস্তাঘাটে ঘুরে বেড়ায় সে। স্থানীয় কিছু সহৃদয় মানুষ ও প্রতিবেশীদের সাহায্যেই তার কোনওরকমে দিন কাটে।

এই মা-হারা অসহায় বালক এবার আক্রান্ত। অপরাধ, চায়ের দোকানের কাকু “জয় শ্রীরাম” (Jai Sriram)বলতে বলেছিল, এবং সে তা বলতে অস্বীকার্নকরে। উল্টে “জয় বাংলা” (Joy Bangla) বলে সে। এরপরই নদিয়ার (Nadia) শান্তিপুরের ফুলিয়াপাড়া এলাকার বাসিন্দা ওই নাবালকের (Minor Boy) উপর চড়াও হয় “চা-কাকু”! যিনি এলাকায় বিজেপির (BJP)দাপুটে কর্মী বলে পরিচিত। নাম, মহাদেব প্রামানিক। জানা গিয়েছে, তাঁর স্ত্রী মিঠু প্রামানিক বিজেপির ২৯ নম্বর মহিলা মোর্চার সভানেত্রী। অভিযুক্ত মহাদেবের বেধড়ক মারে গুরুতর জখম অবস্থায় ওই বালককে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়। সেখান থেকে বর্তমানে জখম ওই বালক রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

 

ঠিক কী ঘটেছিল?

গতকালসোমবার মা-হারা ওই ৯ বছরের বালক অন্যদিনের মতোই দুপুরে ঘুরতে ঘুরতে অভিযুক্ত বিজেপি কর্মীর চায়ের দোকানে গিয়েছিল। অভিযোগ, তখন ওই বিজেপি কর্মী তাকে “জয় শ্রীরাম” বলতে বলে বাধ্য করতে থাকে এবং বলে “জয় শ্রীরাম” বললেই চা পাবে, নতুবা নয়। তারপর তাকে মারধর শুরু করে মহাদেব। এই ঘটনায় শান্তিপুর থানার ফুলিয়ার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি কর্মীর এমন অমানবিক আচরণে নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধ করে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছে। ঘটনার পর থেকে পলাতক বিজেপি কর্মী মহাদেব প্রামানিক। তদন্তে নেমেছে পুলিশ।

 

বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার এসসি মোর্চা সাধারণ সম্পাদক অঙ্কন সরকার তাঁর প্রতিক্রিয়াতে জানান, ঘটনার পুরোটা তাঁর জানা নেই। তবে এই ঘটনাকে কোনওভাবেই সমর্থন করে না তাঁদের দল। যদিও অভিযুক্ত বিজেপির কেউ নয় বলে দাবি করেন অঙ্কনবাবু।

Advt

 

 

spot_img

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! ১ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...