তৃণমূল নেত্রী বলেন, “মাথা ঠান্ডা করে আমাদের ভোটটা করতে হবে। কোনও প্ররোচনায় পা দেবেন না, অন্যকেও পা দিতে দেবেন না”। এরপরেই মমতা বশেন, “রামনবমী শান্তিপূর্ণভাবে পালন করুন। আমি সবাইকে আগাম শুভেচ্ছো জানাচ্ছি। রোজা চলছে, তারও শুভেচ্ছা জানাই। আমরা এমন কিছু করব না, যাতে সুযোগ সৃষ্টি হয়। বিজেপির প্ল্যান আছে, সেই পরিকল্পনায় আমরা যেন মদত না দিই”।
একই সঙ্গে ভ্যাকসিন নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিদেশে সব ভ্যাকসিন পাঠিয়ে দিয়েছে কেন্দ্র। এখন দেশের মানুষকে দেওয়ার মতো ভ্যাকসিন নেই।