নির্বাচনের মাঝেই করোনার কবলে মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার

দেশে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। বেলাগাম করোনা পরিস্থিতি। তার মাঝেই চলছে বাংলার ভোটপর্ব। এরমধ্যেই করোনা থাবা বসাল নির্বাচন কমিশনে। করোনা সংক্রমিত মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমারও। মঙ্গলবারই জানানো হয়েছে, কোভিড-১৯-এ (COVID-19) সংক্রমিত মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। করোনার কবলে পড়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমারও।

আজ, মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে  তাঁদের আক্রান্তের খবর জানানো হয়। তবে জানা গেছে, সংক্রমিত হলেও বাড়ি থেকে তাঁদের কাজ ও দায়িত্ব পালন করেছেন।আইসোলেশনে থেকেও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রাজ্যের আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন।

বঙ্গে এখনও তিন দফা ভোট বাকি। ২২ থেকে ২৯ এপ্রিল ভোটের দিন নির্ধারিত হয়েছে। কিন্তু এই সময় মুখ্য নির্বাচন কমিশনারের ও নির্বাচন কমিশনার  করোনা আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই বাড়ল উদ্বেগ। গত ১৩ এপ্রিল সুনীল আরোরার অবসর গ্রহণের পর ২৪তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন সুশীল। ফলে নির্বাচন কমিশনের তিন সদস্যের বেঞ্চে এখন মাত্র দু’জন সদস্য।

Advt

Previous articleভোটের গরম আর করোনার আতঙ্কের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সূর্যের তেজ
Next articleফিরে এলো অভিশপ্ত স্মৃতি, বাড়ি ফেরার পথে বাস দুর্ঘটনায় মৃত্যু ৩ পরিযায়ী শ্রমিকের