Sunday, August 24, 2025

পিছোচ্ছে না ২০২১ এর মাধ্যমিক, পরীক্ষা শুরু হবে আগামী ১জুন থেকেই

Date:

Share post:

করোনার ধাক্কায় সিবিএসই(cbse) আইসিএসই(icse) দশমের পরীক্ষা বাতিল হলেও বাতিল হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা  (madhyamik । শেষ মুহূর্তে বিশেষ বড় কোন রদবদল না হলে আগামী ১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ(West Bengal madhyaShiksha Parshad) এর পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। সেই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার যাবতীয় প্রস্তুতিও শুরু করে দিল বলে জানা গিয়েছে। করোনার সুরক্ষা বিধি মেনেই (covid safety will be maintained properly)পরীক্ষার আয়োজন করা হচ্ছে৷ তার জন্য এই বছর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা গতবারের তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ বাড়ানো হচ্ছে।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয়েছে, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখা হবে বা পিছিয়ে যাবে বলে কোনও নির্দেশিকা স্কুল শিক্ষা দফতর বা রাজ্য প্রশাসনের থেকে আসেনি। সুতরাং আগামী ১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়া নিয়ে এখনো অব্দি কোন অনিশ্চয়তা নেই । জানা গিয়েছে ১৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার এবার মাধ্যমিক দেবে। তাই এখন থেকেই পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি শুরু করতে চলেছে পর্ষদ।

পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেএবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ৪২০০ করা হচ্ছে৷ পরীক্ষার্থীদের দূরত্ব রেখে বসানোর ব্যবস্থা করা হবে৷ আট ফুটের বেঞ্চ হলে একটি বেঞ্চের দু’ প্রান্তে দু’ জন বসে পরীক্ষা দেবে৷ আর ৬ ফুটের বেঞ্চ হলে মাত্র একজন পরীক্ষার্থীকে বসবে। সব পরীক্ষা কেন্দ্রেই ২০০ থেকে ২৫০ জন পরীক্ষার্থীর বসার ব্যবস্থা করা হবে৷ শিক্ষক শিক্ষিকারা সারাক্ষণ মাস্ক এবং গ্লাভস করে থাকবেন। পরীক্ষার্থীদেরও মাস্ক পরা বাধ্যতামূলক।

Advt

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...