Saturday, December 20, 2025

কেন্দ্রের সর্বজনীন টিকা-সিদ্ধান্ত অন্তঃসারশূন্য: কড়া সমালোচনা করে মোদিকে চিঠি মমতার

Date:

Share post:

দেশজুড়ে উদ্বেগ ছড়াচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। এই পরিস্থিতিতে এবার কেন্দ্রের ভ্যাকসিন (Vaccine) বণ্টন নীতির কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, প্রধানমন্ত্রীকে এবিষয়ে চিঠি লিখেছেন তিনি। চিঠিতে মমতা লেখেন, দেরিতে ঘোষিত সর্বজনীন ভ্যাকসিন সিদ্ধান্ত কার্যত অন্তঃসারশূন্য। তৃণমূল (Tmc) নেত্রীর মতে, কেন্দ্রের এই সিদ্ধান্ত সঙ্কটের সময় দায়িত্ব এড়ানোর কৌশল ছাড়া কিছু নয়।

চিঠির ছত্রে ছত্রে এই সিদ্ধান্ত নিয়ে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সঠিক সময়ে ভ্যাকসিন বণ্টন নিয়ে যথেষ্ট উদাসীনতা দেখিয়েছে কেন্দ্র। সেই কারণে সময়মতো টিকা মেলেনি। বাংলার জন্য বারবার পর্যাপ্ত সংখ্যক টিকা চাওয়া হয়েছিল। কিন্তু তাও পাওয়া যায়নি বলেও চিঠিতে অভিযোগ করেছেন। যত শীঘ্র সম্ভব দেশের মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করারও আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি এদিন মুর্শিদাবাদে প্রচার সভায় থেকেও ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। বলেন, দেশের 64% ভ্যাকসিন বিদেশে পাঠিয়েছেন নরেন্দ্র মোদি। মরে গেলেও এখন ভ্যাকসিন পাবে না মানুষ।

খোলা বাজার থেকে ভ্যাকসিন কেনার ক্ষেত্রে কেন্দ্র অনেক দেরিতে ছাড়পত্র দিয়েছে বলেও অভিযোগ করেন মমতা। বলেন, শেষ মুহূর্তে খোলা বাজার থেকে ভ্যাকসিন কেনায় ছাড়পত্র দিয়েছে। কিন্তু তার জন্য খোলা বাজারে ওষুধের জোগান থাকতে হবে।

Advt

 

spot_img

Related articles

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...

ফের CPIM-এ নারীঘটিত কেলেঙ্কারি, মুখ বাঁচাতে তরুণ নেতাকে বহিষ্কার সেলিমদের

সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্য, বংশগোপাল চৌধুরীর পরে ফের নারীঘটিত কেলেঙ্কারি সিপিএমে (CPIM)। এবার নাম জোড়ালো এক তরুণতুর্কির। মুখ...

সেবাশ্রয়ে ২০তম দিনে ক্যাম্পে যাবেন অভিষেক: সাফল্যের খতিয়ান পেশ

প্রথম ক্যাম্পের সাফল্য অনুপ্রাণিত করেছে দ্বিতীয় ক্যাম্পের আয়োজনে। সেবাশ্রয়-২ উদ্বোধনে সদর্পে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়...