এবার ঝাড়খণ্ডে ৭দিনের লকডাউন ঘোষণা হেমন্ত সোরেন সরকারের

গোটা দেশজুড়ে আছড়ে পড়ছে করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave)। কোনওরকম ঝুঁকি না নিয়ে ইতিমধ্যেই রাজধানী দিল্লিতে (Delhi) লকডাউন (Lockdown) ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী (CM) অরবিন্দ কেজরিওয়াল (Second Kejriwal)। এবার লকডাউনের পথে হাঁটল ঝাড়খণ্ড (Jharkhand)। আজ, মঙ্গলবার ঝাড়খণ্ড সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২২ এপ্রিল সকাল ৬টা থেকে ২৯ এপ্রিল সন্ধে ৬টা পর্যন্ত চলবে এই লকডাউন। এই ৭দিন শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে।


তবে কমপ্লিট লকডাউনের মতো নয়, ঝাড়খণ্ডের এবারের লকডাউনে বেশকিছু বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের ধর্মস্থানগুলো বন্ধ হচ্ছে না। যদিও ভক্তদের প্রবেশ নিষেধ। খনি, কৃষি এবং বাড়িঘর নির্মাণের কাজ চালু থাকবে যা গত বছর এই সময় বন্ধ ছিল। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) রাজ্যবাসীকে সমস্ত সরকারি নিয়মাবলি মেনে আবেদন জানিয়েছেন। একইসঙ্গে এই ৭ দিনের লকডাউনকে “স্বাস্থ্য সুরক্ষা সপ্তাহ” হিসেবে পালন করবে ঝাড়খণ্ড।

Advt

 

Previous articleকেন্দ্রের সর্বজনীন টিকা-সিদ্ধান্ত অন্তঃসারশূন্য: কড়া সমালোচনা করে মোদিকে চিঠি মমতার
Next articleদেশজুড়ে ঘাটতি, ওদিকে গাফিলতিতে নষ্ট হলো ৪৪ লক্ষ করোনা ভ্যাকসিনের ডোজ