এখনই লকডাউন নয়, প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোনোর পরামর্শ মোদির

দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। করোনার দ্বিতীয় পর্বে সংক্রমণের ঢেউ আছড়ে পড়েছে দেশ জুড়ে । এই পরিস্থিতিতে মঙ্গলবার দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
লকডাউন শেষ অস্ত্র ৷ আমাদের লকডাউনের থেকে বাঁচতে হবে ৷ দেশবাসীর কাছে আবেদন প্রধানমন্ত্রীর ৷ দৈনিক সংক্রমণ আড়াই লাখের উপর দিয়ে যাচ্ছে ৷
লকডাউনকে যেন একেবারে শেষ বিকল্প হিসেবে দেখা হয় ৷ রাজ্যগুলিকে বার্তা প্রধানমন্ত্রীর ৷
১৮ বছর বয়স হলেই নেওয়া যাবে কোভিড টিকা। ১ মে থেকেই শুরু হবে টিকাকরণ। পাশাপাশি সোমবার , প্রথম সারির করোনা যোদ্ধা, স্বাস্থ্যকর্মী এবং ৪৫ বছরের বেশি বয়সের নাগরিকদের টিকাকরণ চলবে আগের মতোই, কো-উইন অ্যাপের মাধ্যমে।
প্রধানমন্ত্রী বলেন, চাহিদা অনুসারে কিছু শহরে বিশেষ ও বিশাল করোনা হাসপাতাল তৈরি করা হচ্ছে ৷
অক্সিজেনের সঙ্কট মেটানোর চেষ্টা চলছে ৷
আমাদের ধৈর্য্য হারালে চলবে না ৷ করোনার বিরুদ্ধে গোটা দেশ লড়ছে ৷ এই লড়াই কঠিন লড়াই।

Advt

 

Previous articleবাংলায় ভয়াবহ অবস্থা! গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৯,৮১৯ ও মৃত্যু ৪৬ জনের
Next articleশাহর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ এনে কমিশনে প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়