Saturday, August 23, 2025

ভোটের দিন বারাকপুরে বিশেষ নজর রাখার নির্দেশ খোদ মুখ্য নির্বাচন কমিশনারের

Date:

বারাকপুরের ভোট নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন৷ উদ্বেগ এতটাই যে মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র নিজেই ওই এলাকায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আলাদা নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর৷

আগামী বৃহস্পতিবার ষষ্ঠ দফায় ভোট হবে উত্তর ২৪ পরগনার ১৩টি আসনে। ওই ১৩ আসনের মধ্যে কমিশন (ECI) সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে বারাকপুরকে (BARRACKPORE)।

নির্বাচন কমিশন সূত্রে খবর, খোদ মুখ্য নির্বাচন কমিশনার (CEC) সুশীল চন্দ্র (Sushil Chandra) নিজেই এই এলাকায় বিশেষভাবে রাখতে হবে অতিরিক্ত ৫ QRT বা কুইক রেসপন্স টিম মোতায়েনের নির্দেশ দিয়েছেন৷ এছাড়াও বারাকপুর পুলিস কমিশনারেটকে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে৷

বৃহস্পতিবার ভোট হবে উত্তর ২৪ পরগনার বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, বারাকপুর, খড়দহ, দমদম উত্তর আসনে। এর মধ্যে বারাকপুর বিধানসভা কেন্দ্রে অতিরিক্ত নজর দেওয়ার নির্দেশ এসেছে দিল্লির নির্বাচন কমিশনের তরফে। জানা গিয়েছে, ভিডিও কনফারেন্সে এই নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন (Chief election Commissioner) কমিশনার সুশীল চন্দ্র।
এই নির্দেশের পরেই সিদ্ধান্ত হয়েছে ভোটের দিন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বারাকপুরে মোতায়েন করা হবে অতিরিক্ত ৫টি QRT ভ্যান। ব্যারাকপুর পুলিস কমিশনারেটকে অতিরিক্ত সতর্ক থাকতেও বলা হয়েছে। প্রয়োজনে বাড়তি বাহিনীও দেওয়া হবে৷

Related articles

কেরলে মহেশতলার গণধর্ষিতা তরুণীর সঙ্গে দেখা করতে বরাদ্দ ১ মিনিট! কী লুকোতে চাইছে বামসরকার

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে দাঁড়াতে টিম পাঠিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পূর্ব ভারতের ইতিহাসে প্রথম! হাড়ের ব্যাঙ্ক চালু হচ্ছে SSKM হাসপাতালে

আরও এক ধাপ এগোল বাংলা। পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম। চালু হচ্ছে হাড়ের ব্যাঙ্ক। এসএসকেএমের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত...

জুতোর কারখানায় আগুন, আতঙ্ক আনন্দপুরের গুলশন কলোনিতে

আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানায় আগুন (factory fire) লাগার ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমেই আগুন...

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...
Exit mobile version