আগামী বৃহস্পতিবার ষষ্ঠ দফায় ভোট হবে উত্তর ২৪ পরগনার ১৩টি আসনে। ওই ১৩ আসনের মধ্যে কমিশন (ECI) সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে বারাকপুরকে (BARRACKPORE)।
নির্বাচন কমিশন সূত্রে খবর, খোদ মুখ্য নির্বাচন কমিশনার (CEC) সুশীল চন্দ্র (Sushil Chandra) নিজেই এই এলাকায় বিশেষভাবে রাখতে হবে অতিরিক্ত ৫ QRT বা কুইক রেসপন্স টিম মোতায়েনের নির্দেশ দিয়েছেন৷ এছাড়াও বারাকপুর পুলিস কমিশনারেটকে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে৷
বৃহস্পতিবার ভোট হবে উত্তর ২৪ পরগনার বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, বারাকপুর, খড়দহ, দমদম উত্তর আসনে। এর মধ্যে বারাকপুর বিধানসভা কেন্দ্রে অতিরিক্ত নজর দেওয়ার নির্দেশ এসেছে দিল্লির নির্বাচন কমিশনের তরফে। জানা গিয়েছে, ভিডিও কনফারেন্সে এই নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন (Chief election Commissioner) কমিশনার সুশীল চন্দ্র।
এই নির্দেশের পরেই সিদ্ধান্ত হয়েছে ভোটের দিন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বারাকপুরে মোতায়েন করা হবে অতিরিক্ত ৫টি QRT ভ্যান। ব্যারাকপুর পুলিস কমিশনারেটকে অতিরিক্ত সতর্ক থাকতেও বলা হয়েছে। প্রয়োজনে বাড়তি বাহিনীও দেওয়া হবে৷