Saturday, August 23, 2025

নির্বাচন মিটলেই লকডাউন চাইছে কেন্দ্র, মানুষের পাশে থাকবে তৃণমূলই: অভিষেক

Date:

কেন্দ্র চাইছে ২ মে নির্বাচন পর্ব মিটলেই লকডাউন (Lockdown) ঘোষণা করে দিতে। সেটা হলেও পাশে থাকবে তৃণমূলই (Tmc)। মুর্শিদাবাদে (Murshidabad) দলীয় প্রার্থীদের সমর্থনে মঙ্গলবার তিনটি প্রচারসভা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানেই তিনি এই আশঙ্কার কথা জানান। গত বছরের লকডাউন পর্বে মানুষের দুর্ভোগের কথা মনে করিয়ে যুব তৃণমূল সভাপতি বলেন, এমন পরিস্থিত আবার হলে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেবে তৃণমূল সরকারই।

তৃণমূল সাংসদ বলেন “নির্বাচন শেষ হবে আর লকডাউন ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার।” অভিষেকের প্রতিশ্রুতি দেন, লকডাউন হলে বিনে পয়সায় খাদ্য পৌঁছে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।

কংগ্রেসের গড় বলে পরিচিত মুর্শিদাবাদ। আর সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) জনকল্যাণমূলক কাজের খতিয়ান তুলে ধরে দলীয় প্রার্থীর সমর্থনে ভোট চাইলেন অভিষেক। তাঁর মতে, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের রিপোর্ট কার্ড ভিত্তি করেই দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করছেন তৃণমূল সাংসদ। পাশাপাশি, সংকটময় করোনা পরিস্থিতিতেও ব্যবস্থা না নিয়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারংবার ভোট প্রচারে বাংলায় আসাকেও কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, করোনায় মানুষ মারা যাচ্ছেন। ভ্যাকসিনের অভাব। অথচ ডেইলি প্যাসেঞ্জারি করছেন মোদি-শাহরা।

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version