তৃণমূল সাংসদ বলেন “নির্বাচন শেষ হবে আর লকডাউন ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার।” অভিষেকের প্রতিশ্রুতি দেন, লকডাউন হলে বিনে পয়সায় খাদ্য পৌঁছে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।
কংগ্রেসের গড় বলে পরিচিত মুর্শিদাবাদ। আর সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) জনকল্যাণমূলক কাজের খতিয়ান তুলে ধরে দলীয় প্রার্থীর সমর্থনে ভোট চাইলেন অভিষেক। তাঁর মতে, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের রিপোর্ট কার্ড ভিত্তি করেই দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করছেন তৃণমূল সাংসদ। পাশাপাশি, সংকটময় করোনা পরিস্থিতিতেও ব্যবস্থা না নিয়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারংবার ভোট প্রচারে বাংলায় আসাকেও কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, করোনায় মানুষ মারা যাচ্ছেন। ভ্যাকসিনের অভাব। অথচ ডেইলি প্যাসেঞ্জারি করছেন মোদি-শাহরা।