পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কবির শেষকৃত্য সম্পন্ন

কবি শঙ্খ ঘোষের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হল। বুধবার বিকেলে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় নিমতলা মহাশ্মশানে। মৃত্যুর সময় তাঁর স্ত্রীকে শেষ ইচ্ছায় জানিয়েছিলেন তিনি যদি করোনা আক্রান্ত হয়ে মারা যান তাহলে যেন তাঁকে গান স্যালুট না দেওয়া হয় ।কবির শেষ ইচ্ছা অনুসারেই দেওয়া হল না গান স্যালুট ৷লোকচক্ষুর আড়ালে কোভিড প্রোটোকল মেনেই হল অন্তিম সৎকার ৷
বয়স হয়েছিল ৯০ বছর। করোনায় আক্রান্ত ছিলেন তিনি। আজ, বুধবার সকালে বাসভবনেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন পদ্মভূষণ সম্মানে ভূষিত এই কবি।
গত ১২ এপ্রিল থেকে সর্দি-কাশিতে ভুগছিলেন তিনি। ছিল সামান্য জ্বরও। ফলে করোনা পরীক্ষা করা হয়। ১৪ এপ্রিল বিকেলে রিপোর্ট এলে জানা যায়, তিনি কোভিড পজেটিভ হয়েছেন। এমনিতেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন শঙ্খবাবু। গতকাল, মঙ্গলবার রাতে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বুধবার সকালে তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয়। এরপর আর কোনও আশা নেই বুঝতে পেরে বেলা সাড়ে ১১টা নাগাদ ভেন্টিলেটর খুলে নেওয়া হয় তাঁর। জীবনানন্দ পরবর্তী পঞ্চপাণ্ডবের শেষ সৈনিকও  করোনার শিকার হয়ে বিদায় জানালেন বাংলা সাহিত্য জগতকে।

Previous articleহায়দরাবাদ ম‍্যাচে নজির গড়লেন রাহুল, ভেঙে দিলেন বিরাটের রেকর্ড
Next articleপাঞ্জাবের বিরুদ্ধে ৯ উইকেটে জয় হায়দরাবাদের