হায়দরাবাদ ম‍্যাচে নজির গড়লেন রাহুল, ভেঙে দিলেন বিরাটের রেকর্ড

ম‍্যাচ হারলেও, বুধবার সানরাইজার্স হায়দরাবাদ(sunrisers hyderabad) বিরুদ্ধে নজির গড়লেন কেএল রাহুল(k l rahul)। দ্রুততম ভারতীয় এবং বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে টি-২০ ক্রিকেটে ৫০০০ রান করে রেকর্ড গড়লেন তিনি। টপকে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে( virat kohli)।

হায়দরাবাদ ম্যাচে নামার আগে মাত্র এক রান কম ছিল রাহুলের। অভিষেক শর্মার প্রথম বলেই  ৫০০০ রান পূরণ করেন তিনি। ভারতীয়দের মধ্যে রাহুলের কৃতিত্ব দ্রততম। এর আগে এই কৃতিত্ব ছিল বিরাট কোহলির। ১৬৭ ইনিংসে ৫০০০ রান করেছিলেন তিনি।

এই রেকর্ডে শীর্ষ রয়েছেন ক্রিস গেইল। যিনি ১৩২টি ইনিংস খেলে ৫০০০ রান করেছিলেন।  ১৪৩ ইনিংসে ৫০০০ রান করে দ্বিতীয়তে  রাহুল।

আরও পড়ুন:আশুতোষ মেহতাকে সই করাতে চলেছে এটিকে মোহনবাগান

Advt

 

Previous articleমোদির দূরদর্শিতার অভাব রয়েছে, করোনা ইস্যুতে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ পিকের
Next articleপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কবির শেষকৃত্য সম্পন্ন