Monday, August 25, 2025

ফের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল (TMC) নেতা মদন মিত্র (Madan Mitra)। এবার শ্বাসকষ্টের সমস্যা (Breathing Problem) নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটির তৃণমূল প্রার্থী। বর্তমানে এসএসকেএম (SSKM) হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা চলছে মদনবাবুর। হাসপাতাল সূত্রে খবর, টেস্ট করার পর কোভিড নিউমোনিয়া ধরা পড়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর।

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে সকালেই এসএসকেএমে ভর্তি হয়েছিলেন মদন মিত্র (Madan Mitra)। এইটআরসিটি-তে (High-resolution computed tomography) কোভিড নিউমোনিয়া ধরা পড়েছে তাঁর। ৮ লিটার অক্সিজেন স্যাচুরেশন রয়েছে। তবে অক্সিজেনদায়ী ব্যবস্থা ছাড়া স্যাচুরেশন ৮০-তে নেমে আসেছ। মদন মিত্রকে নিয়ে যাওয়া হচ্ছে বেসরকারি হাসপাতালে।

প্রসঙ্গত, গত শনিবার পঞ্চম দফায় কামারহাটিতে ভোট চলাকালীনই বিকেলের দিকে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন মদন মিত্র। সেদিনও শ্বাসকষ্ট অনুভব করেছিলেন তিনি। রাজ্যের প্ৰাক্তন মন্ত্রীকে অক্সিজেন পর্যন্ত দিতে হয়েছিল। পরে চিকিৎসক এসে তাঁর ইসিজি (ECG) করেন। সেখানে অবশ্য বিশেষ কোনও সমস্যা ধরা পড়েনি। চিকিৎসকের পরামর্শ ছিল, তাঁকে বিশ্রাম নেওয়ার। কিছুটা সুস্থতা অনুভব করার পর ওইদিন রথতলার দলীয় কার্যালয় থেকে তিনি বাড়ি যান।

এরপর থেকে গত চার দিন আর তেমনভাবে মদন মিত্রকে দলীয় প্রচারে দেখা যায়নি। গতকাল, সন্ধ্যায় ভবানীপুরে দলীয় প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের একটি সভায় মঞ্চে তাঁকে দেখা গিয়েছিল। তবে বক্তৃতা দেননি মদন মিত্র।

আজ, বুধবার ফের শ্বাসকষ্ট অনুভব করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। ঝুঁকি না নিয়ে শেষ পর্যন্ত তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এবার SSKM থেকে বেসিরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে।

আরও পড়ুন- প্রতি ডোজ ভ্যাকসিনে মোদি সরকারের কাটমানি!

Related articles

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...
Exit mobile version