Monday, August 25, 2025

টিকা কিনতে কেন্দ্রের চেয়ে বেশি টাকা খরচ করতে হবে রাজ্যগুলিকে! জানাল সেরাম

Date:

টিকা কিনতে কেন্দ্রের চেয়ে বেশি টাকা খরচ করতে হবে রাজ্যগুলিকে! সেরাম ইনস্টিটিউট জানালো, তারা রাজ্যগুলিকে প্রতি ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন বিক্রি করবে ৪০০ টাকায়। কেন্দ্রকে ১৫০ টাকাতেই ভ্যাকসিন বিক্রি করবে। অর্থাৎ কেন্দ্রের চেয়ে বেশি টাকা খরচ করে রাজ্যগুলিকে কোভিড টিকা কিনতে হবে সেরামের কাছ থেকে।

প্রথম দফায় স্রেফ স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধারা টিকা পেয়েছিলেন। এরপর ৬০ বছরের ঊর্ধ্ব প্রবীণ ও ৪৫-এর ঊর্ধ্ব কো-মর্বিডিটি যুক্তদের জন্য টিকার ব্যবস্থা করা হয়েছিল। এরপর ১ এপ্রিল থেকে ৪৫ ঊর্ধ্ব প্রত্যেকের জন্য ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। এরপর সোমবার কেন্দ্রীয় সরকার জানায়, ১৮ বছর বয়স হলেই পাওয়া যাবে কোভিড ভ্যাকসিন। যা শুরু হচ্ছে পয়লা মে থেকে। সেরাম ইনস্টিটিউট জানিয়েছে, তারা প্রত্যেকটি রাজ্যকে প্রতি ডোজ কোভিশিল্ড টিকা বিক্রি করবে ৪০০ টাকায়। তবে কেন্দ্রকে আগের নির্ধারিত মূল্যে অর্থাৎ ১৫০ টাকাতেই ভ্যাকসিন বিক্রি করবে। বেসরকারি হাসপাতালগুলিকে প্রতি ডোজ টিকা কিনতে হবে ৬০০ টাকায়। সেরামের দাবি, বিদেশের চেয়ে অনেক কম দামেই ভ্যাকসিন দিচ্ছে তারা। তারা জানিয়েছে, বিদেশে প্রতি ডোজ টিকার দাম সাড়ে সাতশো থেকে দেড় হাজার টাকা। কেন্দ্রের নয়া নীতি অনুযায়ী, ভ্যাকসিনের অর্ধেক ডোজ কেন্দ্রের জন্য মজুত করে রেখে বাকি অর্ধেক রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলির মধ্যে ভাগ করে দিতে হবে।

আরও পড়ুন-দৈনিক মৃত্যুর নিরিখে ভারতে নতুন রেকর্ড, একদিনে আক্রান্ত ২ লক্ষ ৯৫ হাজার

ইতিমধ্যেই বহু রাজ্য থেকে ভ্যাকসিনের ঘাটতির কথা জানা যাচ্ছে। তার মধ্যে ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণ শুরু হলে দৈনিক প্রায় ১২ লক্ষ অতিরিক্ত ডোজের প্রয়োজন পড়বে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই কেন্দ্র জানিয়েছে, সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেককে সাড়ে ৪ হাজার কোটি টাকা অনুদান দেওয়া হবে। সেরাম কর্তা আদার পুনাওয়ালা জানিয়েছেন, ভ্যাকসিন উৎপাদনে গতি বাড়াবে তাঁর সংস্থা। মে মাসের মধ্যেই ১৫ থেকে ২০ শতাংশ অতিরিক্ত কোভিশিল্ড ডোজ বাজারে চলে আসবে বলে দাবি করেছেন তিনি।

দেশে দ্রুত ছড়াচ্ছে করোনা সংক্রমণ। প্রতি ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়াচ্ছে। ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯৫ হাজার ৪১ জন। দেশে এই প্রথম ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেল ২ হাজার। একদিনে দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ২৩ জনের। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৫৫৩ জন। দেশে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৬ লক্ষ ১৬ হাজার ১৩০। মোট আক্রান্তের নিরিখে বিশ্বে প্রথমে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন ২৯ লক্ষ ৯০ হাজার ১৯৭ জন। এ নিয়ে দেশে মোট কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে ১৩ কোটি ১ লক্ষ ১৯ হাজার ৩১০।

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version