ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৩৭৪ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৪৮,০৮০.৬৭ (⬆️ ০.৭৯%)

🔹নিফটি ১৪,৪০৬.১৫ (⬆️ ০.৭৭%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে এদিন ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। শুক্রবার আবারো বড়োসড়ো উত্থান ঘটল দেশের শেয়ারবাজার। ৩৭৪ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১০৯ পয়েন্ট।

বৃহস্পতিবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও ৩৭৪ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩৭৪.৮৭ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৮,০৮০.৬৭। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ১০৯.৭৫ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৪০৬.১৫।

Advt

Previous articleঅক্সিজেন সরবরাহ নিয়ে প্রতিটি রাজ্যে নতুন গাইডলাইন পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক
Next articleকরোনা নিয়ে দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক, শুক্রবার মোদির কলকাতায় সভা বাতিল